‘ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে’ দাবিতে সোশ্যাল মিডিয়ায় এইচএসসির ভুয়া রুটিন প্রচার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ব্যানারে 'ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের ওপর ভিত্তি করে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে' উল্লেখ করে একটি নোটিশের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
তবে এইচএসসির রুটিনে এ ধরনের কোনো পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, 'পরীক্ষা পিছায়নি। পূর্বঘোষিত তারিখেই [৩০ জুন] পরীক্ষা শুরু হবে।'
৩০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া নোটিশে দাবি করা হয় যে আসন্ন এইচএসসি পরীক্ষা ৩০ জুনের পরিবর্তে ৩০ জুলাই শুরু হবে।
ঘূর্ণিঝড়, বন্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জাল নোটিশে উল্লেখ করা হয়।
