বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৪ জন গ্রেপ্তার

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও একজনকে অপহরণের ঘটনার মামলায় সন্দেভাজন আরও চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক।
তিনি বলেন, 'রবিবার দুপুরে রুমা থেকে গ্রেপ্তার চারজনকে আনা হয়। পরে তাদেরকে দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ এস এম এমরান তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।'
গ্রেপ্তার চারজন হলেন: রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫) এবং বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।
এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬২ জনে।
তাদেরকে সশস্ত্র সংগঠন কেএনএফের সন্দেহভাজন সদস্য হিসেবে মামলায় দেখানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।
গত ২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের ৩টি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া লুট করে বেশকিছু অস্ত্র ও গুলি।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট [কেএনএফ] জড়িত বলে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ গোষ্ঠীটি পাহাড়ে 'বম পার্টি' নামে পরিচিত।
এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।