তৃতীয় দিনে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনলেন ৭০৯ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃতীয় দিন সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০৯ জন। এরমধ্যে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৪ জন।
২০ নভেম্বর, সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, সরাসরি মনোনয়ন ফরম বিক্রি থেকে দলের আয় হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ১২ লাখ টাকা।
এ ছাড়া, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগে ৩৩টি, ময়মনসিংহ বিভাগে ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, রংপুর বিভাগে ৬২টি, রাজশাহী বিভাগে ৫৯টি ও খুলনা বিভাগে ৯০টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর আগে শনিবার ফরম সংগ্রহের প্রথম দিনে ১,০৭৪ জন ও দ্বিতীয় দিনে ১,২১২ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেন।