প্রথম দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদের মনোনয়ন নিলেন ৭ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে ৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে দুইজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের হল সংসদগুলোতে কতজন মনোনয়নপত্র নিয়েছেন তা জানা যায়নি।
এর আগে আজ মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এই কার্যক্রম চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীরা সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করা ফরম ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে।
হল সংসদের মনোনয়নপত্রও একই সময়ের মধ্যে প্রার্থীরা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ ও জমা দিতে পারবেন।