অনলাইনে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছেন চোর চক্রের ৪ সদস্য।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া বোয়ালিয়ারকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন, চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৫টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৭,৫০,০০০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাসান মাহমুদ রুবেল (৩৪), মোহাম্মদ জাফরুল মনির (২৪), কাইয়ুম মাহমুদ (২০) ও তৌহিদুল আলম তারেক (২৫)। তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি নুর আহমদ টিবিএসকে বলেন, "বোয়ালিয়ারকুল এলাকা জাহিদ নামে এক চোর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে তা দেশের বিভিন্ন দুর্গম এলাকায় বিক্রি করে আসছিল। গত একমাস ধরে তারে গ্রেপ্তার করতে কাজ করছিলাম আমরা। এর মাঝে জাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিলে আমরা দুজন লোককে ক্রেতা সাজিয়ে তাকে ধরার পরিকল্পনা করি।"
তিনি বলেন, "তবে জাহিদের দেওয়া লোকেশনে অভিযান চালিয়ে আমরা পাঁচটি চেরাই মোটরসাইকেলসহ তার চারজন সহযোগীকে গ্রেপ্তার করতে পারলেও সে পালিয়ে যায়।"
এ বিষয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জাহিদকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।