বিএনপির সমাবেশ: ঢাকা-আরিচা মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

রাজধানীর গাবতলীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলরত হাজারো যাত্রী। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সমাবেশ আয়োজন করে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকামুখি লেনে গাবতলী থেকে সাভারের হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বলিয়ারপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর আড়াইটার পর থেকে সড়কের ঢাকামুখি লেনে যানজটের সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে এর তীব্রতা বেড়েছে।
তবে মহাসড়কের আরিচামুখি লেনে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট দেখা যায়নি।
অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় রওনা করা এনামুল হক নামে এক ব্যক্তি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, সাভার থেকে আড়াইটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি। ৩ টা থেকে বলিয়ারপুর এলাকায় আটকে আছি জ্যামে। অনেক সময় পরপর গাড়ি কিছুটা এগোচ্ছে। দেড় ঘন্টায় আধা কিলোমিটার রাস্তাও পার হতে পারিনি।
নওগা থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি দূর পাল্লার যাত্রীবাহী বাসের চালক রহিম টিবিএস'কে বলেন, 'বলিয়ারপুর স্ট্যান্ড থেকে জ্যাম শুরু হয়েছে, দুই ঘন্টায় সামান্য এগোতে পেরেছি। অনেক যাত্রী বাস থেকে নেমে পায়ে হেঁটে ঢাকার দিকে রওনা হয়েছে।
পায়ে হেঁটে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেওয়া সাদিয়া নামে এক শিক্ষার্থী বলেন, এক ঘণ্টা বাসে বসে ছিলাম, এখন হাঁটতে শুরু করেছি, দেখি কতদুর এগুতে পারি।
শাহ আলম নামে এক ব্যক্তি বলেন, অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, গাড়ি ঘোরাতেও পারছি না। কখন এই রাস্তা ক্লিয়ার হবে কিছুই বুঝতে পারছি না। গরমে আরও খারাপ অবস্থা।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, আমাদের লোকজন সড়কে কাজ করে যাচ্ছেন। একেবারেই কোন গাড়ি থেমে নেই, গাড়ি ধীর গতিতে চলছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান টিবিএস'কে বলেন, আমার কাছে এখনো এমন জ্যামের খবর আসেনি, আমি খোঁজ নিচ্ছি।
সন্ধ্যা ৭ টা পর্যন্ত জ্যাম হেমায়েতপুর পর্যন্ত পৌঁছে যায়, তবে এরপর আবার গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করেছে।