ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের এক শিক্ষার্থী সোমবার (২১ আগস্ট) নিজ হলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের নিজ কক্ষ (১৬৫ নং) থেকে মঞ্জুরুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পাশের কক্ষের ছাত্ররা জানায়, পারিবারিক সমস্যা এবং একাডেমিক বিপর্যয় থেকে উদ্ভূত হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
ঢাবি প্রক্টর অধ্যাপক মাকছুদুর রহমান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, এই দুঃখজনক ঘটনার পর পুলিশ পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করছে।
তিনি বলেন, পুলিশ আমাদের সহযোগিতা করছে।