হাইকোর্টের রুলে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে এস আলম ও তার স্ত্রীর আবেদন

বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে ওঠা অভিযোগ অনুসন্ধান প্রশ্নে হাইকোর্টের দেয়া স্বতঃপ্রণোদিত রুলে বিবাদী হিসেবে পক্ষভুক্ত হতে আবেদন করেছেন এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, তা প্রত্যাহার চেয়ে করা দুটি আবেদনের অনুলিপি রাষ্ট্রপক্ষকে সরবরাহ করা হয়েছে।
ডেইলি স্টারে প্রকাশিত "S Alam's Aladdin's lamp" শীর্ষক প্রতিবেদনের পর গত ৬ আগস্ট হাইকোর্ট এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে কমপক্ষে ১ বিলিয়ন ডলার সন্দেহজনক পাচারের বিষয়ে একটি ব্যাপক তদন্তের নির্দেশ দেয়।
প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দেন। পত্রিকার প্রতিবেদনটি আদালতের নজরে এনেছিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
এ অবস্থায় সাইফুল আলম ও তার স্ত্রীর করা পৃথক দুটি আবেদনের তথ্য বুধবার (১৬ আগস্ট) জানা গেল।
লিখিত আবেদনে দেখা যায়, রুল বিচারাধীন অবস্থায় এস আলম গ্রুপ–সম্পর্কিত স্বতঃপ্রণোদিত রুল নিয়ে ভবিষ্যতে ডেইলি স্টার কর্তৃপক্ষ, সৈয়দ সায়েদুল হক ও অন্য প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম যাতে সাক্ষাৎকার, মন্তব্য ও মতামত না দেয়, সে জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
বিষয়টি বিচারাধীন উল্লেখ করে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময়ের জন্য এই নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
জানতে চাইলে এসিসি আইনজীবী খুরশীদ আলম খান বলেন, "এস আলমের দুটি আবেদনের বিষয়ে শুনেছি, এখনো কপি হাতে পাইনি।"