২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও ১২ জন, হাসপাতালে নতুন ভর্তি ২,৭১১

বুধবার (২ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে দুই হাজার ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, নতুন মৃত্যুর পর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৭৩-এ দাঁড়িয়েছে। এ বছর ৫৭ হাজার ১২৭ জন মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে এক হাজার ১৩০ জন ঢাকা শহরে এবং বাকিরা দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন।
এ বছর দেশের হাসপাতালসমূহ থেকে এ পর্যন্ত ৪৭ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, ঢাকায় চার হাজার ৮৬৯ জনসহ মোট নয় হাজার ৩২৫ জন ডেঙ্গুরোগী বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
২০২২ সালে দেশে সর্বোচ্চ ২৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে এ রোগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৭৯ জন মারা গিয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ৬২ হাজার ৪২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। আর সুস্থ হন ৬১ হাজার ৯৭১ জন।