এ বছর গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছে না মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বছর গ্রীষ্মকালীন ছুটি পাবে না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার (১৯ জুলাই) জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের সঙ্গে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ এক বৈঠকে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শীতকালীন ছুটির সঙ্গে এ ছুটি যোগ করা হবে বলে জানান তিনি।
গ্রীষ্মকালীন ছুটি বাতিল হওয়ায় আগামী রোববার থেকে যথারীতি ক্লাস চলবে।
স্কুলের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল ২০ জুলাই থেকে ২ আগস্ট। কিন্তু এ বছর তা কার্যকর হচ্ছে না।
বৈঠকে মন্ত্রী আরও বলেন, নতুন পাঠ্যক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস ও পরীক্ষা ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।
এদিকে হাইস্কুলের জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে আসা শিক্ষকেরা গত সাত দিন ধরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন।