তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটকসহ নৌযান চলাচল
মাছ ও বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, বিচরণ এবং প্রজনন কার্যক্রম সুরক্ষায় ১ জুন থেকে আগামী ৩ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে সুন্দরবনে পর্যটক প্রবেশসহ নদী-খালে মাছ শিকার। এবারের মৌসুমে সরকারী সপ্তাহিক ছুটির শনিবার শেষ দিন, তাই দেশের বিভিন্ন এলাকা থেকে বনের সৌন্দার্য উপভোগ করতে করমজলে ভিড় করছে দেশ-বিদেশী দর্শনার্থীরা।
সুন্দরবন মৎস্য সম্পদের ভান্ডার নামে পরিচিত। তাই মাছের প্রজনন ও বন্যপ্রাণী বংশবৃদ্ধি নির্বিঘ্ন করতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের নৌযান, পর্যটকবাহী লঞ্চ-বোটসহ জেলে ও বাওয়ালীদেরও বনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত সুন্দরবনে মাছও ধরতে পারবেন না জেলেরা।
বন বিভাগ ও মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এখন সুন্দরবনে ২৫১ প্রজাতির মাছের প্রজনন মৌসুম। বনের নদী ও খালে নৌযান চলাচল করলে মাছের ডিম ছাড়তে সমস্যা হবে। তাই সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে।
সুন্দরবনে ৩১৫ প্রজাতির পাখি, ৩৫ প্রকারের সরীসৃপ, ৪২ প্রকারের স্তান্যপায়ী প্রাণী রয়েছে। এখন তাদের প্রজনন মৌসুম চলছে। এই সময় নদী ও খালে নৌযান বা পর্যটকদের বনের অভ্যন্তরে চলাচলের শব্দে প্রজনন বিঘ্নিত হবে। এজন্যই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
