চট্টগ্রামে বাস-মিনিবাস শ্রমিকদের ধর্মঘট

বন্দরনগরী চট্টগ্রামে বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে চট্টগ্রামের বাস-মিনিবাস শ্রমিকরা।
বৃহস্পতিবার বেলা ১১ থেকে চট্টগ্রামের সবচেয়ে পুরোনো এই বাস টার্মিনাল থেকে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলা ও কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা টিবিএসকে বলেন, "চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার এবং টার্মিনাল পরিত্যক্ত করার স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি।"
দুপুর ১টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল–শাহ আমানত সেতু হয়ে চট্টগ্রাম হতে কক্সবাজার বান্দরবান জেলাসহ দক্ষিণ চট্টগ্রাম এবং বিভিন্ন উপজেলা অভিমুখী বাস–মিনিবাস, চেয়ার কোচ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট চট্টগ্রাম শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।