ছবি | কর্ণফুলী রক্ষায় সচেতনতা তৈরিতে চট্টগ্রামে সাম্পান বাইচ
দখল ও দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী রক্ষার আহ্বানে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি হিসেবে অনুষ্ঠিত হয়েছে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা।
রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরীর সদরঘাট থেকে শুরু হয়ে ব্রিজঘাটে এসে শেষ হয় ১৯তম সাম্পান বাইচ। প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১১টি সাম্পান।

এই আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন।
বাইচে চ্যাম্পিয়ন হন ইছানগর সদরঘাট সাম্পান সমিতির মোহাম্মদ ইউসুফ মাঝি। দ্বিতীয় স্থান অধিকার করেন মো. রনি এবং তৃতীয় হন তারেক মিস্ত্রি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'কর্ণফুলী দূষিত হলে এক কোটি মানুষ পানির জন্য কষ্ট পাবে। বিদেশে নদীকে ঘিরে সিটি গড়ে উঠেছে, এখানেও তার ব্যতিক্রম নয়। কর্ণফুলী চট্টগ্রামের প্রাণ। কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে। আমাদের দায়িত্ব কর্ণফুলীকে দখল ও দূষণ থেকে রক্ষা করা।'

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন একই ইউনিটের সিনিয়র আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মোজাম্মেল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।
ছবিগুলো রোববার (১১ মে) বিকেলে চট্টগ্রামের অভয়মিত্র ঘাট এলাকা থেকে তুলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর মোহাম্মদ মিনহাজ উদ্দিন।