বাঁশখালীতে আবারও বন্য হাতি হত্যার অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট করে পুঁতে রাখা হয়

চট্টগ্রামের বাঁশখালীতে আবারও একটি বন্য হাতি হত্যার অভিযোগ উঠেছে। জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের নাপোরা বিটের বশিরবাড়ি এলাকা থেকে মঙ্গলবার (৬ মে) একটি মাদি হাতির পচা মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
বন কর্মকর্তারা বলছেন, হাতিটিকে বিদ্যুৎস্পৃষ্ট করিয়ে মারা হয়েছে এবং পরে মাটি চাপা দিয়ে লুকিয়ে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন বিভাগ জানিয়েছে, গত শুক্রবার প্রাণীটিকে হত্যা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ধানক্ষেতের পাশে পুঁতে রাখা অবস্থায় হাতির দেহ উদ্ধার করে বন বিভাগ। এটির বয়স আনুমানিক পাঁচ থেকে সাত বছর।
চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে নাপোরা বিটের কর্মকর্তারা প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ করেছেন।
'প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কয়েকজন স্থানীয় কৃষক বিদ্যুৎ ফাঁদ পেতে হাতিটিকে হত্যা করেছেন। তাদের শনাক্ত করা হয়েছে, তবে তারা পলাতক,' বলেন তিনি।
তিনি বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি প্রাথমিক অপরাধ প্রতিবেদন (পি.ও.আর.) দায়ের করা হচ্ছে।
পচা মৃতদেহ উদ্ধারের পর ডুলাহাজারা সাফারি পার্ক ও বাঁশখালী প্রাণিসম্পদ দপ্তরের পশুচিকিৎসকরা হাতিটির ময়নাতদন্ত করেন।
প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান দীপান্বিতা।
বন বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে অভিযান চলছে।
এক মাসের ব্যবধানে বাঁশখালীতে এটি দ্বিতীয় বন্য হাতি হত্যার ঘটনা। এর আগে ৯ এপ্রিল চেচুরিয়া বিট এলাকায় প্রায় সাত বছর বয়সি একটি পুরুষ হাতি মারা যায়। সেই হাতিটির দাঁত ও নখ পাচার করা হয়।