শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা: খাটের নিচে সুড়ঙ্গ থেকে আসামি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৮ মে) রাতে কলারোয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের পাশে নিজবাড়িতে একটি সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন হোসেন (৪৭) কলারোয়া পৌরসভার বাসিন্দা।
র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে, গ্রেপ্তার এড়াতে আসামি রিপন হোসেন কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন তার বাড়িতে শয়ন কক্ষের খাটের নিচে বিশেষভাবে তৈরিকৃত সুড়ঙ্গে বসবাস করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
শুক্রবার দুপুরে তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মেজর গালিব।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোর ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার ওপর আড়াআড়ি রেখে তার গাড়িবহরে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়।
এ মামলায় গত ১৮ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ও রিপন হোসেনসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন সাতক্ষীরার একটি আদালত।
এছাড়া ৪৪ জন আসামিকে সাত বছরের কারাদণ্ড দেন একই আদালত। গ্রেপ্তার এড়াতে রিপন হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।