নিউ মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীতে তীব্র যানজট

শনিবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেট শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনায় চলমান উদ্ধার প্রচেষ্টার কারণে বর্তমানে সায়েন্স ল্যাব মোড় থেকে আজিমপুর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান।
তিনি আরও জানান, শাহবাগ থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত রাস্তাটিও বন্ধ রয়েছে।
রাস্তা বন্ধ থাকায় মিরপুর রোডের বাসগুলো এখন কাটাবন-পলাশী রুটে চলাচল করছে। এতে যানজট আরও তীব্র হয়েছে।
এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের তৃতীয় তলার একাংশে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।