বাংলাদেশে এমওয়ানকেএ ব্র্যান্ডের ই-ট্রাক উৎপাদনে ফ্যাসিলিটি চালু করবে ওমেগা সেকি

ব্র্যান্ডউইনের সাথে যৌথ উদ্যোগে এমওয়ানকেএ (M1KA) ব্র্যান্ডের ই-ট্রাকের জন্য বাংলাদেশে একটি উৎপাদন ফ্যাসিলিটি চালু করবে বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক ভারতীয় কোম্পানি ওমেগা সেকি মোবিলিটি (ওএসএম)।
এই ফ্যাসিলিটির জন্য যৌথ উদ্যোগের অংশ হিসেবে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোম্পানি দুটি।
ওমেগা সেকির বরাত দিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।
প্রস্তাবিত এই ফ্যাসিলিটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ওমেগা সেকির রপ্তানির প্রয়োজনীয়তাও পূরণ করবে। ২০২৪ সালের মধ্যে এর কাজ শুরু হবে বলে জানিয়েছে তারা।
প্রাথমিকভাবে ১-৩ টনের ক্যাপাসিটি ট্রাক এবং এমওয়ানকেএ ট্রাকের কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) কিট অ্যাসেম্বল করা হবে এই ফ্যাসিলিটিতে।
এদিকে, চলতি বছরের এপ্রিল থেকে দেশে ওমেগা সেকির একটি উৎপাদন কারখানা চালু হতে যাচ্ছে। কার্গো এবং যাত্রীবাহী থ্রি-হুইলার উৎপাদিত হবে এ কারখানায়।
ক্রমবর্ধমান অর্থনীতি এবং বাজারে বৈদ্যুতিক ট্রাকের সম্ভাবনা বেশি থাকায়, এশিয়ার এই অঞ্চলে কোম্পানিটির অবস্থান আরো দৃঢ় করে তুলতে বাংলাদেশকে আদর্শ মাধ্যম হিসেবে উল্লেখ করেছে ওমেগা সেকি।
তারা আরো বলে, "কোম্পানি দুটি এমওয়ানকেএ এর উৎপাদন ও বিতরণের জন্য ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রাথমিকভাবে প্রতি বছর ৫০০ বৈদ্যুতিক ট্রাক বিক্রয়ের আশা রয়েছে কোম্পানির।"
বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বৈচিত্র্যময় ব্যবসায়িক গোষ্ঠী ব্র্যান্ডউইনকে একচেটিয়াভাবে এমওয়ানকেএ ট্রাকের একটি সম্পূর্ণ পরিসর অফার করবে বলেও জানিয়েছে ওমেগা সেকি।
ব্র্যান্ডউইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলী হায়দার রতন বলেন, "যথাযথ বিপণন কৌশলের মাধ্যমে সবচেয়ে কম সময়ের মধ্যে বাংলাদেশে মার্কেট শেয়ারের একটি বড় অংশ দখলে নিতে পারবো বলে আমার বিশ্বাস।"