২৮ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, ডিএনসিসি কোভিড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের নির্দেশ

নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রাজধানীর মহাখালীর 'ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল'-এর মোট ২০টি শয্যা (১০টি আইসোলেশন শয্যা ও ১০টি আইসিইউ শয্যা) প্রস্তুত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত সোমবার (৩০ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।
বাংলাদেশে এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত মোট আটজনের মধ্যে দুই শিশু ও এক নারীসহ অন্তত পাঁচজন মারা গেছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রবিবার (২৯ জানুয়ারি) এই তথ্য জানিয়ে বলেছিলেন, আক্রান্তদের সবাই খেজুরের রস পান করেছিল।
বাংলাদেশে মূলত বাদুড় প্রাণঘাতী এই ভাইরাসের বাহক হিসেবে কাজ করে। মানুষ সাধারণত খেজুর বা খেজুরের রস পান করার পর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বব্যাপী নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশের মধ্যে। বাংলাদেশে তা ৭১ শতাংশে দাঁড়িয়েছে।
আইসিডিডিআর,বি-র তথ্য অনুসারে, বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব হয় ২০০১ সালে। এ ভাইরাস নারীদের জন্য গর্ভাবস্থার শেষের দিকে জটিলতা সৃষ্টি করে।