দোকানে হানা দিলো হাতি, খাবার খেয়ে ‘টাকা না দিয়েই’ পালালো!

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি দোকানে হঠাৎ ঢুকে পড়ে একটি বন্য হাতি। দোকানের ভেতর থেকে সে তুলে নেয় বাক্স, তারপর সব খেয়েদেয়ে আরাম করে হেঁটে বেরিয়ে যায়, 'টাকা-পয়সা' না দিয়েই!
পাক চং জেলার এই দোকানটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় তিন ঘণ্টার দূরত্বে। কাছেই রয়েছে খাও ইয়াই ন্যাশনাল পার্ক, যেখানে প্রায়ই দেখা মেলে বন্য হাতির।
সোমবার 'হিয়ার ইজ খাও ইয়াই' নামের একটি ফেসবুক পেজে এই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, বিশালদেহী হাতি দোকানে ঢুকছে, মাথা ছুঁইয়ে দিচ্ছে ছাদের গায়ে, আর খাচ্ছে রাইস ক্র্যাকার। খাওয়া শেষে গম্ভীর ভঙ্গিতে সে চলে যাচ্ছে।
এই হাতিটির নাম প্লাই বিয়াং লেক যে কিনা খাও ইয়াই পার্কের একজন বাসিন্দা। এই পার্কের বন্যপ্রানীরা প্রায়ই খাবারের খোঁজে নিজেদের নির্ধারিত জায়গা ছেড়ে বেড়িয়ে পড়েন অভিযানে।
এই মজার ঘটনায় হাসছেন দর্শকেরা। কেউ কেউ ফেসবুকে মজা করে লিখেছেন, "বিয়াং, পেমেন্ট দিতে ভুলে গেছো নাকি?" আরেকজন লেখেন, "মাংস পাউরুটি খাবে না-কি?"
এই অঞ্চলে প্লাই বিয়াং লেক এখন পরিচিত এক নাম। প্রায়ই সে লোকালয়ে চলে আসে খাবারের খোঁজে।
এর আগেও ভাইরাল হয়েছিল তার আরেক অভিযান। এক রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকে পড়েছিল সে। মালিক তখন ঘুমোচ্ছিলেন। খাবারের গন্ধেই নাকি সেখানে পৌঁছে গিয়েছিল হাতিটি।
থাইল্যান্ডে বর্তমানে প্রাকৃতিক পরিবেশে ৩,৭০০ থেকে ৪,৪০০ হাতি রয়েছে। তারা ছড়িয়ে আছে বিভিন্ন জাতীয় উদ্যানে।
তবে উন্নয়ন ও কৃষিকাজে তাদের আবাসস্থল কমে আসছে। ফলে বাড়ছে মানুষ ও হাতির দ্বন্দ্ব।
অনেক সময় ফসল নষ্ট করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে কৃষকরা হাতিকে গুলি করেন। কেউ কেউ ইলেকট্রিক তার দিয়ে ঘেরাও করেন জমিচ, অনেক হাতি এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা