১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি গাজীপুরে তুলার গুদামের আগুন

গাজীপুর জেলার সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিম টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন সকাল ১০টা পর্যন্তও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার পর থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সাফারি পার্ক সড়কে অবস্থিত ওই কারখানায় সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং পরে জয়দেবপুর স্টেশন থেকে দুটি এবং শ্রীপুর থেকে আরও একটি মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গুদামের ভিতরে বিপুল পরিমাণ তুলা মজুদ থাকায় সকাল দশটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এদিকে সামিম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, 'আমাদের লোকজন রাত ১২টার দিকে গুদামে আগুন দেখতে পায়। পরে সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে, কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসে নাই।'