বাংলাদেশিদের ভিসা আবেদন ১৬০% বেড়েছে: ভিএফএস গ্লোবাল

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশিদের ভিসা আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত এ তথ্য জানিয়েছে বিশ্বের বৃহত্তম ভিসা আউটসোর্সিং ও বিশ্বব্যাপী কূটনৈতকি মিশনের জন্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা ভিএফএস গ্লোবাল।
সম্প্রতি এ তথ্য জানানোর জন্য সংগঠনটি একটি অনুষ্ঠানের আয়োজন করে।
ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশীয় সিওও (চিফ অপারেটিং অফিসার) প্রবুদ্ধ সেন এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যান্ড কমিউনিকেশন) সৌভিক মিত্রসহ অন্যান্য কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবুদ্ধ সেন জানান, বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা ও প্রবণতা অস্বাভাবিক হারে বেড়েছে। পাশাপাশি আগের চেয়ে অনেক বেশিসংখ্যক বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করছে।
তিনি আরও জানান, কারণ মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই প্রবণতা বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো চালু হওয়ার কারণেও ভিসা চাহিদা বেড়েছে।
ভিএফএস গ্লোবালের দেওয়া তথ্য বলছে, ২০২১ সালের প্রথম ৯ মাসের তুলনায় ভিসা আবেদনের পরিমাণ বেড়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভিসা আবেদন বেড়েছে ১৬০ শতাংশ।
তথ্য বলছে, ২০২২ সালে প্রাক-মহামারি সময়ের সমান ভিসা আবেদন পড়েছে।
ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ২০২২ সালে তাদের 'অপশনাল ভিসা অ্যাট ইউর ডোরস্টেপ (ভিএওয়াইডি)' পরিষেবা ২০২১ সালের তুলনায় ৯ গুণ বেড়েছে৷ এই পরিষেবার আওতায় আবেদনকারীরা বাড়ি বা অফিস থেকে ভিসার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।