ডিসেম্বরে চূড়ান্ত হবে ট্যুরিজম মাস্টারপ্ল্যান
বাংলাদেশ পর্যটন বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মুহাম্মদ জাবের জানিয়েছেন, দেশের ট্যুরিজম মাস্টারপ্ল্যান তৈরীতে বিটিবি কাজ করছে। আগামী ডিসেম্বরে এটা চূড়ান্ত হবে।
দেশে নতুন পর্যটন কেন্দ্র খুঁজে বের করা এবং দেশি-বিদেশি পর্যটকদের জন্য সেখানে সব সুবিধা দিয়ে তাদের আকর্ষণের জন্য এ মাস্টারপ্ল্যান তৈরী হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর বিটিবি ভবনে পর্যটন খাতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক কর্মশালায় এ কথা জানান আবু তাহির মুহাম্মদ জাবের।
তিনি বলেন, ২০২০ সালে ট্যুরিজম মাস্টারপ্ল্যান তৈরীর জন্য কাজ পায় আইপিসি গ্লোবাল। এখানে ৩টি ধাপে তারা কাজ করেছেন, মাস্টারপ্ল্যানের প্রথম পর্যায়ে পর্যটনের বর্তমান অবস্থা বের করা হয়েছে। দেশের ১০৫১টি ট্যুরিস্ট স্পট চিহ্নিত হয়েছে।
আবু তাহির মুহাম্মদ জাবের বলেন, "দ্বিতীয় পর্যায়ে এ ট্যুরিস্ট স্পটগুলোকে নিয়ে মাস্টারপ্ল্যান কিভাবে হবে সেটা দেখানো হয়েছে। স্টেকহোল্ডারদের সঙ্গে এ নিয়ে মিটিং হয়েছে। এখন আইপিসি গ্লোবাল আমাদের কাছে মাস্টারপ্ল্যান দিয়েছে সেটা নিয়ে বুধবার আবার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং হবে। সবার মতামত নিয়ে আশা করি আগামী ডিসেম্বরে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হবে।"
মাস্টারপ্ল্যান অনুযায়ী দেশের পর্যটন কেন্দ্রগুলোকে ৫০টি ক্লাস্টারে ভাগ করা হবে। যেখানের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ হোটেল, মোটেল তৈরী হবে। থাকবে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সেবা। এর ফলে পর্যটন খাতে পরিকল্পনা অনুযায়ী কাজ হবে।
বিটিবির উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বলেন, "বিদেশ থেকে যারা বাংলাদেশে ঘুরতে এসেছে এমন ১০০ জনের মতামত নেয়া হয়েছে ট্যুরিজম মাস্টারপ্ল্যান তৈরীতে। তারা ঘুরতে এসে কেমন সেবা চায় সেটা জানতে চাওয়া হয়েছে। দেশে আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পট তৈরী করা সরকারের লক্ষ্য।"
