প্রবীণ সাংবাদিক তোয়াব খান আর নেই

দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকজয়ী প্রবীণ সাংবাদিক তোয়াব খান আজ মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫৩ সালে কর্মজীবন শুরু করেন তোয়াব খান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদকও ছিলেন।
তোয়াব খান ছিলেন 'দৈনিক বাংলা'র প্রথম সম্পাদক। বাংলাদেশের স্বাধীনতার পর 'দৈনিক পাকিস্তান' থেকে পরিবর্তন করে এ পত্রিকার নাম রাখা হয় দৈনিক বাংলা।
বর্ষীয়ান এই সাংবাদিক সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে একুশে পদক পান।