২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের

ভারী যানের লাইসেন্স দেওয়ার দাবিতে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা এই কর্মবিরতি চলবে।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় সংগঠনটি।
কর্মবিরতির পরও ভারী যানের লাইসেন্স সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন পরিবহন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশে সাত হাজার ৮৫০টি প্রাইম মুভার ট্রেইলার রয়েছে। এ খাতে কর্মরত আছেন ১৫ হাজার ৭৮০ শ্রমিক। এসব গাড়ি চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানির কনটেইনার ও মেগা প্রকল্পের ভারী যন্ত্রপাতি ও পণ্য আনা-নেওয়া করে। কিন্তু প্রাইম মুভার চালকদের এক-তৃতীয়াংশকে ভারী যানের লাইসেন্স দেয়নি বিআরটিএ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাইম মুভার চালকরা পাঁচ থেকে ১২ বছর গাড়ি চালালেও আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে ভারী শ্রেণির লাইসেন্স পান না। এ কারণে তাদের প্রতিনিয়ত পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মামলার শিকার হতে হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইন উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, চট্টগ্রাম ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সবুর প্রমুখ।