স্বাস্থ্যবিধি লঙ্ঘন: সিলেট নগরীর দুই মার্কেট এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ মেয়রের

স্বাস্থ্যবিধি না মানায় সিলেট নগরীর দুটি মার্কেট এক সপ্তাহের জন্যে বন্ধের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বেড়ে চলায় ও স্বাস্থ্যবিধি নির্দেশনা না মানার প্রেক্ষিতে মঙ্গলবার সকালে অভিযানে নামে সিলেট সিটি করপোরেশন।
অভিযানকালে নগরীর বন্দরবাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘীরপাড় হকার্স মার্কেট এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেন। একঘন্টার মধ্যে এসব মার্কেটের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন তিনি।
সিলেটে দ্রুত গতিতে বেড়ে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার দুপুর পর্যন্ত সিলেট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯৪২ জনের।
এদিকে, যেমন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা, অপরদিকে তেমনি রাস্তাঘাট-দোকানপাটে বাড়ছে ভিড়। ফুটপাতও আগের মতোই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এসবক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নির্দেশনা।
এ অবস্থায় মঙ্গলবার মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযানে নামে সিলেট সিটি করপোরেশন। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া এ অভিযান কিন ব্রিজ এলাকা, সুরমা মার্কেট, বন্দর বাজার, জিন্দাবাজার এলাকায় চালানো হয়। অভিযানের শুরুতে এসব এলাকার সড়কের পাশে বসা শতাধিক হকারদের উচ্ছেদ করা হয়। এরপর হাসান মার্কেট, লালদিঘীরপাড় হকার্স মার্কেট, সিটি মার্কেট, করিম উল্লাহ মার্কেটসহ আশপাশের কয়েকটি মার্কেট ও সড়কের পাশের দোকানগুলো ঘুরে দেখেন মেয়র। এসময় বিভিন্ন মার্কেটের ভেতরে চলাচলের রাস্তা দখল করে রাখা বিভিন্ন পণ্য ও সামগ্রী জব্দ করা হয়। আর হাসান মার্কেট ও লালদিঘীরপাড় হকার্স মার্কেটে সামাজিক দুরত্ব বজায় না রাখায় এক সপ্তাহ বন্ধ রাখার জন্য বন্ধের নির্দেশ দেন মেয়র।

মেয়র আরিফ বলেন, "সিলেটে যে হারে করোনারোগীর সংখ্যা বাড়ছে এতে আমরা সামনে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি। যে পরিমাণ হাসপাতাল সিলেটে আছে সবগুলো মিলিয়েও আমাদের রক্ষা হবে না। তাই আজ থেকে সিটি করপোরেশন অভিযানে নেমেছে। যারাই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।"
তিনি বলেন, "সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন বন্দরবাজার এলাকার হাসান মার্কেট ও লালদিঘীরপাড় এলাকার হকার্স মার্কেটে যে অবস্থা, সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করার বিন্দুমাত্র সুযোগ নেই। তাই এক সপ্তাহের জন্য মার্কেট দুটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যদি কেউ বন্ধ না করেন তবে সরকারের স্বাস্থ্যবিধি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।"
মেয়র বলেন, "করোনা পরিস্থিতির শুরু থেকে সিলেটের মানুষকে সচেতন করতে মাইকিংসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন। কিন্তু মানুষ এতে কর্ণপাত করেন নি। তাই এখন থেকে প্রতিদিন মাঠে থাকবে সিটি করপোরেশন।"
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন বলেন, "স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে কতজনকে এবং কতটাকা জরিমানা করা হয়েছে তা এখই বলা যাবে না।"
এদিকে, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি তদারকি করতে মঙ্গলবার থেকে সিলেটে অভিযানে নেমেছে জেলা প্রশাসনও।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ.এইচ.এম মাসুদুর রহমান বলেন, "নগরীতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি দেখভাল করতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭টি স্পেশাল টিম গঠন করা হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে এই টিমগুলো মাঠে নেমেছে। এছাড়া উপজেলাগুলোতে অভিযান চালাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"