সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

রাজধানীর সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে দুই জন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অনন্তর শরীরে এলোপাথাড়ি ছুরিকাঘাতের চিহ্ন আছে।
ঘটনায় আহত সাজু ও সোহেল নামের আরও দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খান জানান, দুটি কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন সাজু জানায়, স্থানীয় মিল ব্যারাক এলাকার দুজন চিহ্নিত সন্ত্রাসীর আশ্রয়ে একটি দল সক্রিয় রয়েছে। কয়েক দিন আগে এই দলের সঙ্গে অনন্ত ও তার বন্ধুদের ঝগড়া হয়।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে দুটি দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অনন্তর পেটে একাধিক ছুরিকাঘাত করে বিরোধী পক্ষ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছোট। পরিবারের সঙ্গে মিল ব্যারাকে কাজীটোলায় থাকত সে। অনন্তর বাবা বাংলাবাজারের একটি দোকানের কর্মী।