রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় পুলিশ সদস্য আহত, অভিযানে গ্রেপ্তার ১০২

জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে রাজধানীর আদাবর এলাকায় গিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক পুলিশ সদস্য কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যের নাম মো. আল আমিন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় রাত ১টার দিকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টার দিকে আদাবর থানার একটি দল সুনিবির হাউজিং এলাকায় একটি গ্যারেজে অভিযান পরিচালনা করার সময় হামলার শিকার হয়। পুলিশের গাড়িচালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় কয়েকজন এসে তাকে কুপিয়ে জখম করে চলে যায়। আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ওসি এস এম জাকারিয়া বলেন, কনস্টেবল আল আমিন এখনও অস্ত্রোপচার কক্ষে (ওটি) আছেন।
এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান তিনি।