শ্লীলতাহানির অভিযোগে রাজাকারকে জুতাপেটা

বরিশালের উজিরপুর উপজেলায় বিধবা এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় এনায়েত খান নামে তালিকাভুক্ত এক রাজাকারকে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে এনায়েত খানের নামে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত এনায়েত খান উপজেলার জয়শ্রী গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো স্মারকের তালিকাভুক্ত রাজাকারদের মধ্যে তার নাম রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে উজিরপুর উপজেলার ধামুড়া বন্দরে অগ্নিসংযোগ, গণহত্যা ও ধর্ষণের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তালিকাভুক্ত রাজাকার এনায়েত হোসেন খানসহ স্থানীয় চারজনের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও হয়েছিল।

ভুক্তভোগী ওই নারী জানান, আট বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এনায়েত খান। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে এলাকা ছাড়া করারও হুমকি দেওয়া হয়।
সম্প্রতি আবারও কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন এনায়েত। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার শিকারপুর বন্দরের আল মদিনা ফার্মেসির সামনে এনায়েত তার পথরোধ করেন। প্রকাশ্যে হাত ও কাপড় ধরে টানা হেচড়া করেন। এ সময় খবর পেয়ে ওই নারীর কলেজ পড়ুয়া ছেলে ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে ওই নারী বলেন, ‘‘ছেলেকে দেখে মনে সাহস পাই। এরপর পায়ের স্যান্ডেল খুলে এনায়েতকে পেটাতে থাকি। স্থানীয় লোকজন জড়ো হলে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’’
তিনি আরও জানান, পরবর্তী সময়ে এনায়েত খান যেন এ ধরনের কুকর্ম করতে আর সাহস না পায়- সেজন্য বুধবার রাতে তার বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, শ্লীলতাহানির অভিযোগে এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।