শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খুলছে না শীঘ্রই: মন্ত্রিপরিষদ সচিব

করোনাভাইরাস মহামারির উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সব ধরনের চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন স্থান এখনই খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। ওনারা এটা নিয়ে আলোচনা করছে কীভাবে এটা করা যায়। আগে তো ভ্যাকসিনেশন তারা জোরদার করছে। যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেয়া যায়। তারপর দেখা যাক। সেটা ওনারা আপনাদের ব্রিফ করবে।"
তিনি আরও বলেন, "'বিনোদনকেন্দ্র এবং গ্যাদারিংয়ের পারমিশন দেয়া হয়নি।"
এর আগে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী মাস থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
ওই প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, শীঘ্রই স্কুল খোলার পরিকল্পনা না থাকলেও নভেম্বর-ডিসেম্বরের দিকে এসএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, "করোনাভাইরাসের সংক্রমণ যদি একবার কমে তাহলে আগামী সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলো খুলে দিতে চাই। সরাসরি ক্লাস শুরু করাটা এখন জরুরি।"