বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যাত্রী পরিবহনে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে গণতান্ত্রিক বাম জোট। এ সময় তারা বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম জোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
বক্তারা বলেন, বিশ্বের প্রত্যেকটি দেশের জনগণের সুবিধার্থে সেখানকার সরকার যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সবক্ষেত্রে জনগণের সুবিধা নিশ্চিত করেছে। ফ্রি করে দিয়েছে সড়ক-রেল ও বিমান যাতায়াতের ভাড়া। অথচ আমাদের দেশে পরিবহন ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আমরা অবিলম্বে বাসের এই ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি।
এ সময় বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বাম জোটের সমন্বক আনোয়ার আলী সরকার, সিপিবি দিনাজপুরের সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, ইউনাটেড কমিউনিস্ট লীগের জেলা কমিটির সদস্য আখতার আজিজ, বাসদ জেলা সংগঠক কিবরিয়া হোসেন প্রমুখ।