নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা জারি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের রূপালি চত্বরে উপজেলা আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ আদেশ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২ পর্যন্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর। তিনি জানান, ১৪৪ ধারা আদেশ বসুরহাট পৌরসভা এলাকার জন্য প্রযোজ্য। এ সময় পৌর এলাকার কোথাও কোনো ধরনের গণ জমায়েত, সভা সমাবেশ করা যাবে না। একসাথে চারজনের অধিক ব্যক্তি একত্রিত হতে পারবে না। কোনো প্রকার রাজনৈতিক প্রচারণা করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন কাজ করছে।
জানা গেছে, বুধবার রাতে ফেসবুক লাইভে এসে উপজেলা আওয়ামী লীগের মুখ্যপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু ও মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা আরিফুর রহমান বসুরহাট রূপালি চত্বরে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা দেন। ঘোষণার পর উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মেয়রের ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত অভিযোগ করেন, "কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জেরে বুধবার রাতে কাদের মির্জার অনুসারী 'কেচ্ছা' রাসেলের নেতৃত্বে আমার বাসায় হামলা করা হয়েছে। এ সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে। এ ঘটনার প্রতিবাদে রাতেই তারা বসুরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে।"
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারি সিরাজুল বলেন, 'ঘটনার সঙ্গে আমাদের কোনো লোক জড়িত না। পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা এসব করছে।'
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সড়কে টহল জোরদার করা হয়েছে।