দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা সংক্রমণ পরিস্থিতি ও টিকাদানের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৮ আগস্ট) সচিবসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সভার পর বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সভার বিষয়বস্তু ও আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।
শিক্ষা প্রতিষ্ঠা খোলার নির্দেশনা দিয়ে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং এ জন্য খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলোও খুলে দিতে হবে।"
তিনি বলেন, "এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, ঘরে থাকতে থাকতে বাচ্চাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। সেদিকে আমাদের নজর দেওয়া দরকার।"
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "একটা সহনীয় পরিস্থিতির সৃষ্টি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন অনলাইন কিংবা পূর্ণভাবে চলে এমন দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।"
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার যুব মহিলা লীগ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কিভাবে আমরা কতো দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি। প্রথম কথা আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, শিক্ষা যেন ব্যাহত না হয়, যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সব সময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।'
তিনি বলেন, "আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যুর ক্রম নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে।
"আমরা আশা করি খুব দ্রুতই হয়ত সংক্রমণের হার কাঙ্ক্ষিত পর্যায়ে অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্টান খুলে দেয়ার মত পরিস্থিতি তৈরি হয়, সেখানে নামবে। সেই লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।"