দু’দেশের সম্পর্ক আরও ৫০ বছর এগিয়ে নিতে মোদির বাংলাদেশ সফর: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং মুজিব শতর্বষ উপলক্ষ্যে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মাধ্যমে প্রতিবেশি এই দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ৫০ বছর এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত 'ডিকাব টক'য়ে অংশ নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদীর সফরের উদ্দেশ্য অবশ্যই আমাদের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করা এবং পরবর্তী ৫০ বছরের জন্য এটিকে এগিয়ে নিয়ে যাওয়া"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
বক্তব্যে দোরাইস্বামী বলেন, "আমরা এখনো আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি ঘোষণা করিনি। তবে আমাদের পরিকল্পনায় রয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী (মোদি) এখানে আসবেন।"
তিনি জানান, এই সফরে দ্বিপাক্ষিক যেসব বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে তার জন্য দুদেশের কর্মকর্তারাই কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে তিস্তার পানি চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, "তিস্তার চুক্তির জন্য ভারতের রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। যার জন্য আমরা কাজ করছি। এটা খুবই দুঃখজনক যে রাজ্য সরকারের আপত্তির কারণে তিস্তা চুক্তি এখনো হচ্ছে না। তাই নরেন্দ্র মোদির আসন্ন সফরে তিস্তা বিষয়ক চুক্তি হবে কি না, সেটিও আমি এখনই বলতে পারছি না।"