ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের কয়েকদিন পরপরই দিল্লিতে হাই কমিশনার পাঠাল বাংলাদেশ

বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কয়েকদিনের মধ্যেই ঢাকা ভারতে নতুন হাইকমিশনার পাঠিয়েছে।
১৯৯৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ সোমবার (৭ এপ্রিল) ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হামিদুল্লাহকে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলেও ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের কারণে তার যোগদান পিছিয়ে যায়। তাই তার এ দায়িত্বগ্রহণকে ব্যাংককে মোদি-ইউনূস বৈঠকের একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শেখ হাসিনা সরকারের আমলে ভারতে নিযুক্ত বাংলাদেশের আগের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর থেকে পদটি শূন্য ছিল।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিয়াজ হামিদুল্লাহ সম্প্রতি পর্যন্ত ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (ওয়েস্ট উইং) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে তিনি কিছু সময়ের জন্য ফরেইন সেক্রেটারি ইন চার্জ-এর দায়িত্বও পালন করেন। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন তিনি।
এর বাইরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ের মহাপরিচালক এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয় অনুবিভাগের দায়িত্বও পালন করেছেন তিনি।
সার্ক-সম্পর্কিত বিষয়ে তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কিছু সময়ের জন্য ভারতের বাংলাদেশ হাইকমিশনেও কর্মরত ছিলেন।