টিকার দ্বিতীয় ডোজ ৭ এপ্রিল থেকে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৭ এপ্রিল থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মহামারির মধ্যেই বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথমে শিক্ষকদের ভ্যাকসিন দেওয়া হবে। তারপর শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।
গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে দেশজুড়ে এক হাজার পাঁচটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা- দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান চলছে, টিকাদান কার্যক্রমে কাজ করছে দুই হাজার ৪০০টি দল।