জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আতিকউল্লাহ খান মাসুদের শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
১৯৯৩ সালে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি একাধারে পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক।
আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।