কূপে পড়ে যাওয়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস
টাঙ্গাইল শহরের আকুরটাকুর ছোট কালিবাড়ী এলাকায় কূপের মধ্যে পড়ে যাওয়া একটি পোষা বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার দুপুরে বিড়ালটি উদ্ধার করে দেয় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
স্টেশনের সিনিয়র অফিসার সফিকুল ইসলাম জানান, ওই এলাকার ইফতেখার চৌধুরীর একটি পোষা বিড়াল রাস্তার পাশে কূপের মধ্যে পড়ে যায়। বিড়ালটির চিৎকারে শুনে প্রতিবেশীরা এগিয়ে যায়। অনেক চেষ্টা করেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি বলেন, সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল সেখানে যায়। তারা ৩০ ফুট গভীর কূপের মধ্য থেকে বিড়ালটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।
স্টেশন অফিসার জানান, মানুষ কিংবা অন্য প্রাণী যা-ই হোক, প্রতিটি জীবনকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কাজ করেন।
