করোনায় আক্রান্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর ছিদ্দিক। তিনি জানান, সিএমপি কমিশনার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি তারা মৌখিকভাবে জেনেছেন। তবে এখনো বিস্তারিত তথ্য ও লিখিত ডকুমেন্ট পাননি।
২০১৮ সালের ২৭ মে থেকে মাহাবুবর রহমান সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে ১৫ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন তিনি।