এক রোগীর সংস্পর্শে এসে ১৩ জন করোনায় আক্রান্ত
সিলেটের গোলাপগঞ্জে করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসা আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই একই বাড়ির বাসিন্দা।
শনিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৌর এলাকার টিকরবাড়ি এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধের সংস্পর্শে আশা ৪২ জনসহ উপজেলার মোট ৫৬ জনের নমুনা সংগ্রহ করে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে শনিবার রাতে রিপোর্টে ১৪ জনের করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে ১৩ জন টিকরবাড়ি এলাকার একই বাড়ির বাসিন্দা। অন্যজন আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের ১জন।
শনিবারের করোনা আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ৬ বছরের এক শিশু রয়েছে।
এদিকে, টিকরবাড়ির ১৩ জন করোনা আক্রান্ত হওয়া বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সুন্দিশাইল গ্রামের ১ জনের বাড়ি লকডাউন ও তাদের পরিবারের নমুনা সংগ্রহের পক্রিয়া চলছে।
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
শনিবার সিলেট বিভাগে মোট ৩২ জনের করোনা শনাক্ত হয়। ঢাকা, সিলেট ও ময়মনসিংহের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলার ১৮ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ২ জন ও সুনামগঞ্জের একজন রয়েছেন।
সিলেট জেলায় শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে গোলাপগঞ্জের ১৪ জন বাদে বাকি ৪ জনই স্বাস্থ্যকর্মী। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের দু'জন সেবিকা রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
