স্ত্রী ও মহাসচিবসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সিলেটে তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বুধবার (২১ জানুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন। তাকে বহনকারী বিমানটি রাত ৮টা ৪ মিনিটে সিলেট বিমানবন্দর অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, তারেক রহমান রাত ৯টা ৫ মিনিট হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সেখানে নফল নামাজ আদায় করেন। নামাজ শেষে রাত ৯টা ৩০ মিনিটে তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মরহুম জেনারেল (অব.) এম এ জি উসমানীর কবর জিয়ারত করেন।
এর আগে ঢাকা বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশে রওনা করেন তারেক রহমান।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী।
এছাড়াও প্রতিনিধি দলে আরও রয়েছেন— সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, মো. কামাল উদ্দীন ও এএনএম মনোয়ারুল করিম।
