আশ্রয় কেন্দ্রে যাওয়ায় হলো না শিশু রাশেদের

পটুয়াখালীর গলাচিপায় ঝড় থেকে বাঁচতে বাবা-মায়ের সঙ্গে সাইক্লোন সেন্টারে (আশ্রয় কেন্দ্রে) যাওয়ার পথে রাশেদ নামে পাঁচ বছর বয়সী এক শিশু গাছ চাপায় মারা গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পানপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় পানপট্টি এলাকার খরিদা গ্রাম থেকে ওই শিশু তার বাবা-মায়ের সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ তুলাতলি সরকারি বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে একটি গাছ এসে শিশুর গায়ে পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। তবে তার বাবা-মা দুজনের কেউ-ই আহত হননি।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাশেদ ওই এলাকার শাহাজাদা মিয়ার ছেলে।