Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 02, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 02, 2025
৫৬ অসুখী নদীর জন্য কান্না 

ফিচার

মাহবুব চোকদার
16 March, 2023, 12:10 pm
Last modified: 17 March, 2023, 03:39 pm

Related News

  • নদী দখল ও দূষণকারী কারখানা পেল 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড'
  • পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা
  • ‘নদীগুলো হারিয়ে গেলে ভবিষ্যতে কবরের জমিও পাওয়া কঠিন হবে’: উপদেষ্টা ফওজুল কবির খান
  • বুড়িগঙ্গা দূষিত করছে ২৫১টি অপরিশোধিত পয়োনিষ্কাশন সংযোগ!
  • মৃতপ্রায় তুরাগ এখনও ঢাকার পণ্য সরবরাহের পথ

৫৬ অসুখী নদীর জন্য কান্না 

দুঃখের ব্যাপার হলো, নদী ও পানি নিয়ে আমাদের ভাবনা-চিন্তা এখনো ব্রিটিশ আমলেই ঠেকে আছে। তাই নদী তীরবর্তী মানুষ হলো অবহেলিত, ইটভাটার মালিক হলেন প্রতিষ্ঠিত।
মাহবুব চোকদার
16 March, 2023, 12:10 pm
Last modified: 17 March, 2023, 03:39 pm
নদীর তীর দখল করে গড়ে তোলা শত শত আবাসিক ও বাণিজ্যিক ভবনের বর্জ্য ফেলা হচ্ছে নদীর পানিতে। এই দখল বর্জ্যের কারণে একসময়ের প্রমত্ত কর্ণফুলি ক্রমাগত সংকুচিত হতে হতে আজ প্রায় খালে পরিণত হয়েছে। ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

মার্চের ১৪ তারিখ আন্তর্জাতিকভাবে পালিত হলো নদীর জন্য করণীয় দিবস হিসাবে। নদীর গুরুত্ব তুলে ধরে সচেতনতা তৈরিই এ দিনের উদ্দেশ্য। দিনটিতে নদীপ্রেমীরা দুঃখের সঙ্গে মনে করেন প্রতিদিন পৃথিবীর নদীগুলো প্রায় দুই মিলিয়ন টন পৌর, শিল্প ও কৃষিবর্জ্যের ভাগাড় হয়।

ঢাকার গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) দেশের দূষিত বা রুগ্ন নদ-নদীর একটি তালিকা প্রকাশ করেছে। দেশের নদীগুলোর স্বাস্থ্য ও জলজ চরিত্র বিশ্লেষণ করে ৫৬টি নদীতে তারা অতিমাত্রায় দূষণ খুঁজে পেয়েছে।

এই প্রসঙ্গে আরো অধিক বর্ণনার আগে আরডিআরসির কথা বলে নেওয়া যাক। মোহাম্মদ এজাজ প্রতিষ্ঠানটির প্রজেক্ট লিড। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে দেশে আসেন ২০০৪ সালে। দেশে এসে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নেন। প্রায় ১০ বছর অধ্যাপনা শেষে ভাবলেন এবার দেশের জন্য কিছু করবেন। তিনি জানেন, এ দেশের ৬৭ ভাগ এলাকা বর্ষাকালে পানির দখলে থাকে। ভাটি বাংলার চলন, বলন, খাওন-পরন সবই পানিনির্ভর। এ দেশে কেবল নদীর সংখ্যাই হাজার ছুঁই ছুঁই। তাছাড়া আছে খাল-বিল-হাওড়-বাওড়-পুকুর-দীঘি। তাই এজাজ স্থির করলেন কাজ করবেন নদী নিয়েই। প্রতিষ্ঠা করলেন আরডিআরসি। শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থী কিছু বন্ধু আর শুভানুধ্যায়ীকে পেলেন পাশে। পরামর্শ পেয়েছেন উবিনীগের ফরিদা আকতার ও ফরহাদ মজহারের কাছ থেকে। তারা খেয়াল করেছেন, নদীর সঙ্গে বাংলার সম্পর্কের বাঁক বদল ঘটে ব্রিটিশরা বাংলা দখলের পর থেকে। কারণ বন, পাহাড়ের মতো নদীকেও তারা সম্পদের উৎস ভাবল আর পরিণত করল কেনা-বেচার বস্তুতে। আরো দুঃখের ব্যাপার হলো, নদী ও পানি নিয়ে আমাদের ভাবনা-চিন্তা এখনো ব্রিটিশ আমলেই ঠেকে আছে। তাই নদী তীরবর্তী মানুষ হলো অবহেলিত, ইটভাটার মালিক হলেন প্রতিষ্ঠিত।

ছবি সৌজন্য: মোহাম্মদ এজাজ/আরডিআরসি  

উন্নয়ন শুরু হয় ধ্বংস দিয়ে

আমাদের দেশে বংশ পরম্পরায় জেলেরা নদীর ধারে থাকে, নদী থেকে পানি নিয়ে এসে কৃষক ফসল ফলায়, নদীধারের তৃণভূমিতে রাখাল গরু চড়ায়, নদীতে ভেসে ভেসে বেপারি আসে নতুন নতুন পসরা নিয়ে, হাতে কাজ না থাকলে মানুষ সুখ-দুঃখের কথাও কয় এই নদীর সঙ্গেই । কিন্তু উন্নয়ন যত ঘনিয়ে এলো ততই নদীর কষ্ট বাড়তে থাকল। নদীর তীর ঘেঁষে বসল সুতার, কাপড়ের, পাটের মিল আর ইটের ভাটা। নদী-খাল-বিলের ওপর ব্রিজ, কালভার্ট চেপে বসল। উন্নয়নের আবর্জনা ফেলার জায়গাও হলো নদী। দিনে দিনে নগরের শরীর ফুলে উঠতে থাকলে নদী দখল আর ভরাটের প্রতিযোগিতা বৃদ্ধি পেল। নদীর দুঃখ আরো বাড়ল। অনেক নদী শীর্ণ হয়ে খালে পরিণত হলো, কিছু নদী হারিয়ে গেল চিরতরে।

এজাজ বলছিলেন, 'পানি নেমে যাওয়ার পর আমাদের নদী তীর হয়ে ওঠে শস্যক্ষেত্র, খুব বেশি দেশ কিন্তু প্রকৃতির এ আশীর্বাদে পুষ্ট নয়। প্রকৃতি থেকে আমরা অনেক কিছুই মিনিমাগনা পাই, যে কারণে তার মূল্য বুঝি না। যেমন কোভিড না হলে আমাদের অনেকের বুঝতে বাকি থেকে যেত অক্সিজেন কত প্রয়োজনীয় আর দামি। পানির ব্যাপারেও তেমনটাই ঘটেছে। পানি ঘিরেই আমাদের চলাচল অথচ বুঝতে পারি না পানির দাম।'

সেকারণেই আরডিআরসি খুঁটিয়ে খুঁটিয়ে নদীগুলোকে জানতে চাইছে। বেশি কাজ করছে ঢাকা ও তার আশপাশের নদীগুলো নিয়ে। কয়টি ড্রেন আছে নদীগুলোয়, কতটি ডাস্টবিন আছে, চ্যানেল কয়টি, কোন কোন পয়েন্টে পলিউশন বেশি, নদীপাড়ের মানুষ কারা, নদীর পানিতে কী কী উপকরণ আছে ইত্যাদি সবকিছু তারা হিসাবে আনছেন। ইতিমধ্যে চারটি জেলার (গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ আর নারায়ণগঞ্জ) কাজ অনেকটাই এগিয়ে এনেছেন।

ছবি সৌজন্য: মোহাম্মদ এজাজ/আরডিআরসি  

এজাজ বলছিলেন, 'সুনির্দিষ্ট তথ্য হাতে থাকলে সংশ্লিষ্ট সকলেরই সুবিধা। আমরা বুড়িগঙ্গায় ২৫০টির বেশি ড্রেন খুঁজে পেয়েছি অথচ বিআইডব্লিউটিএর হিসাব থেকে মাত্র ৬০টির কথা জানা যাচ্ছিল। এখন কিন্তু নদীটার স্বাস্থ্য সংরক্ষণ আগের চেয়ে সহজ হবে।'

তিন মাসে একটি করে প্রতিবেদন

ঢাকা ওয়াটার ওয়াচ নামের একটি পর্যবেক্ষক দলও গঠন করছে আরডিআরসি। প্রতি তিনমাসে ঢাকার জলাশয়গুলোর অবস্থা নিয়ে একটি করে প্রতিবেদন তৈরি করবে তারা। এজাজ বলেন, '২০৫০ সালের মধ্যে ঢাকা পৃথিবীর সবচেয়ে বড় মেগাসিটিতে পরিণত হবে। এখানে গ্রাম থেকে নিয়মিতই লোকেরা জীবন ও জীবিকার সন্ধানে পাড়ি জমাচ্ছে। জলবায়ু পরির্তন গ্রাম থেকে শহরে এ অভিবাসনকে ত্বরান্বিত করছে। এক সময় তুরাগ হয়ে উঠবে ঢাকার মাঝখানের নদী। নতুন করে ভিড় করা মানুষেরা ঢাকার পরিবেশের ওপর আরো চাপ তৈরি করবে। তাই ঢাকার ওপর নজর রাখা ও সে প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরী।'

এজাজ বলছিলেন, 'উন্নয়ন তো কেবল ভূগোল বদলায় না, মানুষকেও অস্থির করে তোলে। আর তাই আমাদের গবষেণা হবে বহুমুখী।'

ছবি সৌজন্য: মোহাম্মদ এজাজ/আরডিআরসি  

রেনেলের মানচিত্রের সঙ্গে

আরডিআরসি বাংলাদেশের এখনকার নদ-নদীগুলোর পূর্ণাঙ্গ একটি মানচিত্র তৈরি করতে চাইছে যেটি মিলিয়ে নিতে চাইছে ২৪০ বছর আগে করা জেমস রেনেলের (১৭৪২-১৮৩০) মানচিত্রের সঙ্গে। ১৭৬৪ সালে ফোর্ট উইলিয়ামের গভর্নর হেনরি ভ্যান্সিটার্ট। তিনি গঙ্গা (পদ্মা) থেকে সমুদ্র পর্যন্ত জাহাজ চলাচলের উপযোগী একটি নৌপথ আবিষ্কারের দায়িত্ব দিলেন জেমস রেনেলকে। বিশেষ করে শুকনা মৌসুমে যেন ব্রিটিশদের বাণিজ্য চালাতে অসুবিধা না হয় সেটাই ছিল লক্ষ্য। কাজটি যেন দ্রুত শেষ হয় সেই তাগিদও দেওয়া হয়েছিল রেনেলকে। এর মধ্যে বাংলার দেওয়ানী লাভ করায় ব্রিটিশ বণিক রাজা হওয়ার স্বপ্ন দেখতে থাকে। ক্লাইভ রেনেলকে সমগ্র বাংলার একটি মানচিত্র তৈরির নির্দেশ দেন। '৬৫ সালের অক্টোবরে রেনেল বাংলার বিস্তীর্ণ অঞ্চলের জরিপ শেষ করে মানচিত্র তৈরির কাজে বসে যান।

১৭৭৯ সালে প্রকাশিত হয় তার অ্যাটলাস অব বেঙ্গল, সঙ্গে একটি স্মৃতিকথা। এতে বাংলার গুরুত্বপূর্ণ স্থান, সড়কপথ, নদী ও নদীপথের বিবরণ মেলে। কলকাতা থেকে ঢাকা পর্যন্ত চারটি নৌরুটের বিবরণ তিনি দিয়েছেন। বর্ষায় গঙ্গা ব্যবহার না করে বিল-ঝিলের মধ্য দিয়ে একটি শর্টকাট রুটের কথাও বলেছেন। কলকাতা থেকে চট্টগ্রাম যাওয়ার তিনি পাঁচটি রুটের কথা বলেছেন। সিলেট আর রংপুর যাওয়ারও আলাদা রুটের কথা বলেছেন। বর্ষা ও শুকনা মৌসুমের জন্যও তিনি আলাদা আলাদা নৌ রুট উল্লেখ করেছেন। রেনেল থেকে আজ অবধি ২৪০ বছরে মনুষ্যসৃষ্ট কারণেও নৌপথের অনেক পরিবর্তন ঘটেছে, বর্তমান সময়ের সঙ্গে যা মিলিয়ে দেখলে আমাদের সতর্ক ও সচেতন হওয়া সহজ হবে।

ছবি সৌজন্য: মোহাম্মদ এজাজ/আরডিআরসি  

দূষিত ৫৬ নদী

আরডিআরসির তালিকায় যে ৫৬টি নদীর নাম এসেছে তার কয়েকটি তো লোকের মুখে মুখেও ফেরে। পানির রং দেখেও আন্দাজ হয় খানিক। বুড়িগঙ্গার মাছ বললে কেনার জন্য হামলে পড়বে কতজন তা বিক্রেতাদের ভালোই জানা! শিল্প আর পৌর বর্জ্য এবং প্লাস্টিক দূষণই মূলত নদীগুলোর দুর্দশার কারণ। এ নদীগুলোর মধ্যে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বংশী, চট্টগ্রামের কর্ণফুলি, খুলনার পশুর, সিলেটের খোয়াই, কক্সবাজারের বাঁকখালি, যশোরের ভৈরব, কক্সবাজারের মাতামুহরী, হবিগঞ্জের জাদুকাটা, বরিশালের জাদুকাটা ইত্যাদি।

নদীগুলোর অসুখের কারণ যেমন মানুষ, আবার মানুষই পারে এগুলোর অসুখ সারাতে। নইলে ক্ষতি হবে মানুষেরই। নদী শুকিয়ে যাওয়ায় কত গঞ্জই (বাজার) না মরে গেছে! দূষিত নদীর পানিতে নাওয়া যেমন চলে না, তার হাওয়াও স্বাস্থ্য নষ্ট করে। তাই আরডিআরসি চাইছে, আগামীতে ১৪ মার্চ যেন কেবল হতাশাতেই পার না হয়।

Related Topics

টপ নিউজ

নদী দূষণ / নদী দখল / অসুখী নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শুল্ক ছাড়ের আড়ালের ‘গোপন’ শর্ত জনগণ জানতে পারল না: আলতাফ পারভেজ
  • এফিডেভিট কী, কেন ও কীভাবে করবেন?
  • বাংলাদেশের উপর ট্রাম্পের শুল্ক কমানোর পর ভারতের টেক্সটাইল শেয়ার দর কমল ৭% পর্যন্ত
  • ট্রাম্পের নির্বাহী আদেশের ৭ দিন পরে বাংলাদেশি পণ্যে সংশোধিত মার্কিন শুল্ক কার্যকর হবে
  • প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ স্বাভাবিক অবস্থানে আছে: মার্কিন শুল্ক প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি
  • কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি  

Related News

  • নদী দখল ও দূষণকারী কারখানা পেল 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড'
  • পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা
  • ‘নদীগুলো হারিয়ে গেলে ভবিষ্যতে কবরের জমিও পাওয়া কঠিন হবে’: উপদেষ্টা ফওজুল কবির খান
  • বুড়িগঙ্গা দূষিত করছে ২৫১টি অপরিশোধিত পয়োনিষ্কাশন সংযোগ!
  • মৃতপ্রায় তুরাগ এখনও ঢাকার পণ্য সরবরাহের পথ

Most Read

1
মতামত

শুল্ক ছাড়ের আড়ালের ‘গোপন’ শর্ত জনগণ জানতে পারল না: আলতাফ পারভেজ

2
মতামত

এফিডেভিট কী, কেন ও কীভাবে করবেন?

3
আন্তর্জাতিক

বাংলাদেশের উপর ট্রাম্পের শুল্ক কমানোর পর ভারতের টেক্সটাইল শেয়ার দর কমল ৭% পর্যন্ত

4
অর্থনীতি

ট্রাম্পের নির্বাহী আদেশের ৭ দিন পরে বাংলাদেশি পণ্যে সংশোধিত মার্কিন শুল্ক কার্যকর হবে

5
বাংলাদেশ

প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ স্বাভাবিক অবস্থানে আছে: মার্কিন শুল্ক প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি

6
বাংলাদেশ

কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net