Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 10, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 10, 2025
ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তি: বিলিয়নিয়ার হয়েও জীবন যার এক সাধারণ ভারতীয়ের!

ফিচার

টিবিএস ডেস্ক
26 October, 2022, 11:20 am
Last modified: 26 October, 2022, 11:35 am

Related News

  • কেন মাস্কের প্রথম স্ত্রী বিলিয়নিয়ার হওয়ার ধারেকাছেও নেই
  • ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং কতটা ধনী?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন যারা
  • ট্রাম্পের মার-এ-লাগোয় বেড়েছে ধনকুবেরদের ভিড়
  • অতি ঝাল ইন্সট্যান্ট নুডুলসের বদৌলতে সাবেক গৃহিণী কিম এখন বিলিয়নিয়ার

ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তি: বিলিয়নিয়ার হয়েও জীবন যার এক সাধারণ ভারতীয়ের!

২০১১ সালে প্রতিষ্ঠানের চেয়ারপারসনের পদ থেকে অবসর গ্রহণের আগপর্যন্ত প্রতিদিন সকাল ৬টা ২০-এ অফিসে যেতেন নারায়ণ মূর্তি। এখনো পর্যন্ত খাওয়ার পরে থালাবাসন, এমনকি নিজের টয়লেটও নিজেই পরিষ্কার করেন এই বিলিয়নিয়ার! তার একটি বিখ্যাত উক্তি হলো- "টাকার সবচেয়ে বড় শক্তি নিহিত এটি বিলিয়ে দেওয়ার মধ্যেই।"
টিবিএস ডেস্ক
26 October, 2022, 11:20 am
Last modified: 26 October, 2022, 11:35 am
ঋষি সুনাক (বামে), নারায়ণ মূর্তি (ডানে)। ছবি: সংগৃহীত

সদ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তিকে হয়তো মানুষ বিলিয়নিয়ার হিসেবেই চেনে। কিন্তু ৩.৯ বিলিয়ন পাউন্ডের মালিক হয়েও নারায়ণ মূর্তি রয়ে গেছেন ঠিক আগের মতোই নিতান্ত সাদাসিধা মানুষ... এখনো স্ত্রী সুধা মূর্তিকে নিয়ে ব্যাঙ্গালুরুতে সেই একই ফ্ল্যাটে থাকেন তিনি, যেখানে থাকতেন তারা কয়েক দশক আগে। নারায়ণ মূর্তি এখনো একটা ছোট গাড়ি চালান, খাওয়ার পর থালাবাসন পরিষ্কার করেন, এমনকি নিজের টয়লেট পর্যন্ত নিজেই পরিষ্কার করেন এই ভারতীয় বিলিয়নিয়ার!

১৯৮১ সালে সফটওয়্যার ফার্ম 'ইনফোসিস' প্রতিষ্ঠা করেন নারায়ণ মূর্তি। ৪১ বছর আগে প্রতিষ্ঠিত এই বহুজাতিক প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ৯ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড এবং সেখানে কর্মরত আছেন ৩৪৫,০০০ মানুষ।

তবে বিলিয়নিয়ার হয়ে ওঠার আগের নারায়ণ মূর্তি-সুধা জুটির সাথে বর্তমানের এই জুটির একমাত্র পার্থক্য হলো, তাদের ফ্ল্যাটটির দেয়াল ছুঁই ছুঁই করছে বই! তাদের জীবনে নেই চাকচিক্যের, নেই দামি পোশাকের বাহার, নেই কোনো ব্যক্তিগত বিমান, বিলাসবহুল বাড়ি কিংবা নামিদামি ব্র্যান্ডের ছোয়া। তাদের জীবনের সবকিছুই পরিমিত এবং সাদামাটা। নারায়ণ মূর্তি একজন অন্তর্মুখী স্বভাবের মানুষ, যিনি শুধুই বই পড়তে পছন্দ করেন।

নারায়ণ মূর্তি, সুধা মূর্তি ও তাদের ছেলে রোহান। ছবি: সংগৃহীত

সুধার ২০১৭ সালে প্রকাশিত বই 'থ্রি থাউজেন্ড স্টিচেস'-এ তিনি জানিয়েছেন কিভাবে তার স্বামী নিজের টয়লেট নিজেই পরিষ্কার করেন- যে কাজটি বহু ভারতীয় নিচু জাতের মানুষদের দিয়ে করিয়ে নেয়, এবং খাওয়ার পর নিজের বাসনও নিজেই পরিষ্কার করেন নারায়ণ মূর্তি।

শুধু ঘরের ভেতরেই নয়, নারায়ণ মূর্তি তার প্রতিষ্ঠান 'ইনফোসিস'-এও রেখেছেন সেই একই প্রভাব, যা তার কর্মীদের মুখে শোনা যায়। ইনফোসিস'র কর্মীরা জানান, নারায়ণ মূর্তি শ্রমের মর্যাদায় বিশ্বাসী একজন মানুষ। প্রতিষ্ঠানের ক্যান্টিনের বৈদ্যুতিক সমস্যাও নিজ হাতে ঠিক করতে দেখা গেছে তাকে। কর্মীদের ভাষ্যে, তিনি সততা ও বিশুদ্ধতায় পূর্ণ একজন মানুষ যিনি কখনো কাউকে ঘুষ দেননি।

বই পড়া ব্যতীত নারায়ণ মূর্তির প্রিয় কাজ হলো মানবসেবা। তার একটি বিখ্যাত উক্তি হলো- "টাকার সবচেয়ে বড় শক্তি নিহিত এটি বিলিয়ে দেওয়ার মধ্যেই।"

ঋষি সুনাক-অক্ষতা মূর্তি জুটি ও তাদের সন্তানরা। ছবি: সংগৃহীত

সফটওয়্যার কোড লেখার জন্য কিভাবে একটি প্রতিষ্ঠান দাঁড় করানো যায়- তা নিয়ে ছয় ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে নিজের ফ্ল্যাটে বসে বিতর্কের মধ্য দিয়েই জন্ম হয় 'ইনফোসিস'-এর। সেসময় এমনকি কোনো কম্পিউটারও ছিল না তাদের। সুধার কাছ থেকে ১০,০০০ রূপি ধার করে ফ্লাটের সামনের কক্ষে অফিস খুলে বসেন নারায়ণ মূর্তি। 

গত চার দশকে ইনফোসিস'র কার্যক্রম ছড়িয়ে পড়েছে সফটওয়্যার অবকাঠামো, কনসাল্টিং, প্রযুক্তি ও আউটসোর্সিং সেবা খাতে। চলতি শতাব্দীর প্রথম দশকে যখন মার্কিন প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ডেভলপমেন্টের কাজ ভারতের দিকে নিয়ে আসতে শুরু করে সস্তা বলে, তখন ইনফোসিস'র প্রসার বেড়ে যায়। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সালের মধ্যে ইনফোসিস'র আয় বেড়ে ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। বর্তমানে এই প্রতিষ্ঠানটির মূল্য ১১ বিলিয়ন ডলার। 

২০১১ সালে প্রতিষ্ঠানের পর্ষদের চেয়ারপারসনের পদ থেকে অবসর গ্রহণের আগপর্যন্ত নারায়ণ মূর্তি এতটাই সময়ানুবর্তী একজন মানুষ ছিলেন যে তার সাথে কেবল ইমানুয়েল কান্ট-এরই তুলনা করা যায়।

ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ে ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণ মূর্তি বলেন, "অবসর নেওয়ার আগপর্যন্ত আমি প্রতিদিন সকাল ৬টা ২০-এ অফিসে পৌঁছাতাম। এটা অফিসের বাকিদের সময়মতো অফিসে পৌঁছানোর ব্যাপারে একটি শিক্ষণীয় বার্তা দেয়।"

নারায়ণ মূর্তি ও সুধা দুজনের বয়সই এখন সত্তরের শেষ কোঠায়। বিলিয়নিয়ার হওয়া সত্ত্বেও তাদেরকে মধ্যবিত্ত দক্ষিণ ভারতীয় জুটি বলেই মনে হওয়ার পেছনে রয়েছে তাদের অতি সাধাসিধে জীবনযাপন। আর দশজন দক্ষিণ ভারতীয়র মতোই সাধারণ খাওয়াদাওয়া পছন্দ করেন তারা। মেনে চলেন পারিবারিক মূল্যবোধ এবং সততা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দিন কাটান। তাদের এই খ্যাতির কারণেই দিল্লীর বাড়িওয়ালারা এখনো বাড়িভাড়ার বিজ্ঞাপনে 'সাউথ ইন্ডিয়ানস প্রেফারড' বা 'দক্ষিণ ভারতীয় ভাড়াটিয়া হলে ভালো হয়' উল্লেখ করে দেন!

ইনফোসিস প্রতিষ্ঠার শুরুর দিকে যখন হাতে টাকা কম ছিল, তখন নারায়ণ মূর্তি বিদেশের ফ্লাইটগুলোতেও ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেন। যখন তার প্রতিষ্ঠানের আয় ১ বিলিয়ন ডলারে পৌঁছায়, তখন থেকে এটি বাদ দেন তিনি।

নারায়ণ মূর্তির প্রশংসা করেন মার্কেটিং গুরু ও কাউন্সেলাজ-এর ম্যানেজিং পার্টনার সুহেল শেঠ বলেন, "তিনি একজন রোল মডেল এবং অনুপ্রেরণা দেওয়ার মতো একজন মানুষ। মধ্যবিত্ত ভারতীয়দের তিনি দেখিয়ে দিয়েছেন যে সৎ থেকেও কিভাবে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। তিনি একজন স্ব-প্রতিষ্ঠিত মানুষ এবং তার নম্রতা অকৃত্রিম।

মেয়ে অক্ষতা ও মেয়ের জামাই ঋষি সুনাকের সাথে নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। ছবি: সংগৃহীত

নিজ প্রতিষ্ঠান ইনফোসিস'র নিয়ম মেনেই ২০১১ সালে ৬৫ বছর বয়সে কোম্পানির দায়িত্ব থেকে অবসর নেন নারায়ণ মূর্তি। তবে ২০১৩ সালে প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করতে তাকে ফিরে আসতে বলে কোম্পানি। সেবছরই তিনি তার ছেলে রোহানকে কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বে বহাল করেন।

তবে এতগুলো বছর বাদে তখনই প্রথম সমালোচনার মুখোমুখি হয়েছেন নারায়ণ মূর্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী, ছেলে রোহানকে তিনি কোম্পানির নীতির বাইরে গিয়ে চেয়ারম্যানের পদে বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কারণ নারায়ণ মূর্তি নিজেই বলেছিলেন, স্বজনপ্রীতি এড়াতে কোম্পানিতে কোনো আত্মীয়স্বজন, বিশেষ করে সন্তানদের নিয়োগ দেওয়া হবে না।

এর এক বছর পর ২০১৪ সালে নারায়ণ মূর্তি অবসরে চলে গেলে রোহানও কোম্পানি ত্যাগ করেন। সুহেল শেষের ভাষ্যে- নারায়ণ মূর্তি হয়তো তখন বুঝতে পেরেছিলেন যে রোহানকে ঐ পদে বসানো ভুল ছিল, যদিও রোহান প্রতিভাবান বলে বোর্ড তাকে রাখতে চেয়েছিল।"

তবে নারায়ণ মূর্তি সমসাময়িক বিষয়গুলো নিয়ে সাধারণত মন্তব্য করেন না। অবশ্য ২০২০ সালে একবার তিনি ভারতের কঠোর লকডাউন নীতির সমালোচনা করেছিলেন এই বলে যে- কোভিডের চেয়ে লকডাউনে বেশি মানুষ মারা যাবে। 

এদিকে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির স্বামী ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর স্বভাবতই আগের চেয়ে বেশি লাইমলাইটে আসবেন তিনি ও সুধা। তবে তাদের কাছের মানুষেরা বলছেন, নারায়ণ-সুধা দম্পতি কখনোই গণমাধ্যমকে অতটা পাত্তা দেবেন না কিংবা নিজেদের শান্তি ভঙ্গ করতে দেবেন না।

সূত্র: দ্য গার্ডিয়ান  

Related Topics

টপ নিউজ

ঋষি সুনাক / নারায়ণ মূর্তি / অক্ষতা মূর্তি / বিলিয়নিয়ার / জীবনযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ
  • ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ: ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার, প্রয়োজনে পালটা পদক্ষেপ
  • পাকিস্তানের হামলায় রাফাল ভূপাতিত: দাসোর শেয়ারে ধস, চীনের চেংডুর শেয়ার ঊর্ধ্বমুখী
  • আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ আলম
  • পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতের ইসরায়েলি হ্যারপ ড্রোন সম্পর্কে যা জানা গেলো
  • বকেয়া পরিশোধ: জালালাবাদ ৬৫ মিলিয়ন ডলারের গ্যাস প্রকল্প ফের চালু করতে শেভরনকে অনুরোধ সরকারের 

Related News

  • কেন মাস্কের প্রথম স্ত্রী বিলিয়নিয়ার হওয়ার ধারেকাছেও নেই
  • ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং কতটা ধনী?
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন যারা
  • ট্রাম্পের মার-এ-লাগোয় বেড়েছে ধনকুবেরদের ভিড়
  • অতি ঝাল ইন্সট্যান্ট নুডুলসের বদৌলতে সাবেক গৃহিণী কিম এখন বিলিয়নিয়ার

Most Read

1
বাংলাদেশ

হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ

2
বাংলাদেশ

ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ: ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে সরকার, প্রয়োজনে পালটা পদক্ষেপ

3
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় রাফাল ভূপাতিত: দাসোর শেয়ারে ধস, চীনের চেংডুর শেয়ার ঊর্ধ্বমুখী

4
বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ‘কয়েকটি কথায়’ যে ইঙ্গিত দিলেন মাহফুজ আলম

5
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতের ইসরায়েলি হ্যারপ ড্রোন সম্পর্কে যা জানা গেলো

6
বাংলাদেশ

বকেয়া পরিশোধ: জালালাবাদ ৬৫ মিলিয়ন ডলারের গ্যাস প্রকল্প ফের চালু করতে শেভরনকে অনুরোধ সরকারের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net