রহস্যপ্রিয় ভ্রমণার্থীদের কাছে লোভনীয় হয়ে ওঠা এক 'ভূতের গ্রাম'
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আমিরাতে মরুভূমির মধ্যে পরিত্যক্ত এক গ্রাম- আল মাদাম। এখানে পুরনো ঘরবাড়ি এখনো দৃশ্যমান; তবে বালুর ঝড়ে ঢেকে গেছে বাড়িগুলোর জানালা, উঠান ও আসবাবপত্র।
দুবাই থেকে এক ঘণ্টারও কম দূরত্বে অবস্থিত শারজাহের সীমান্তবর্তী আল মাদাম অনেকদিন ধরেই পরিত্যক্ত। গ্রামটিতে রয়েছে দুটি সারিতে অবস্থিত বেশ কিছু ঘরবাড়ি ও চমৎকার নকশার মসজিদ।
ঘরবাড়িগুলোর খোলা দরজা ও অধিবাসীদের ফেলে যাওয়া ব্যক্তিগত জিনিস দেখে ধারণা করা হয়, অধিবাসীরা তাড়াহুড়োর মধ্যে গ্রাম ত্যাগ করেছিলেন। এ কারণে আল মাদাম অনেকের কাছেই 'ভূতের গ্রাম' হিসেবে পরিচিত। অধিবাসীরা কোনো অতিপ্রাকৃতিক শক্তির কারণে গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন, এমন গল্পও প্রচলিত রয়েছে।
বর্তমানে গ্রামটি রহস্যপ্রিয় ভ্রমণার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।
দুবাইয়ের প্রবাসী নাগরিকদের পছন্দের জায়গা আল মাদাম। রেডিট ফোরামগুলোতে গ্রামটিতে ভ্রমণের ব্যাপারে বিভিন্ন নির্দেশনা পাওয়া যায়। ইউটিউবাররা আল মাদামে তাদের ভ্রমণের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে ভিডিও বানাচ্ছেন।
দুবাইয়ের ডেজার্ট সাফারি ট্যুরসের এস.ওয়াই. সুনিল বলেন, "ভ্রমণের জন্য 'ভূতের গ্রাম' এখনো খুব বেশি পরিচিত গন্তব্যস্থল নয়। তবে দিন-দিন অভিযাত্রীদের পছন্দের জায়গা হয়ে উঠছে এটি।"
ব্রিটিশ ট্রাভেল ব্লগার ভ্যানেসা বল বলেন, 'আল মাদাম এতদিন একটি গুপ্ত বিষয় ছিল। তবে এই এলাকার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, অনেকের গ্রামটির কথা জানেন এখন। এলাকাটির বেশিরভাগ বাড়ির দরজা খোলা; অনেক বাড়ির দরজাই নেই। কিছু বাড়িতে অনেক সুন্দর মোজাইকের নকশা করা; ভূদৃশ্যের নকশা করা আছে একটি বাড়ির দেয়ালে।'
গ্রামটির অন্যতম আকর্ষণ হলো, এটি ঘুরে বেড়ানোর জন্য অনেক খোলামেলা; এখানে অনেক লুকানো রহস্যও খুঁজে পেতে পারেন অভিযাত্রীরা। ভ্যানেসা আশা করেন, গ্রামটির এই গুপ্তভাব ও অস্পষ্টতা বজায় থাকবে।
'জনসমাগম হলে জায়গাটি তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। বর্তমানে খুব সহজেই গাড়ি চালিয়ে বাড়িগুলোর পাশ দিয়ে ঘুরে বেড়ানো যায়।'
দিন-দিন জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও, ভ্রমণের জন্য অর্থ নির্ধারণ বা জায়গাটিতে প্রবেশের সীমাবদ্ধতা নির্ধারণ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই স্থানীয় প্রশাসনের।
শারজাহ ট্যুরিজমের এক মুখপাত্র জানান, আল মাদামকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কোনো পরিকল্পনা নেই, তবে ভ্রমণের অনুমতি রয়েছে।
স্থানীয় অধিবাসীদের গ্রামটি ছেড়ে চলে যাওয়ার কারণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায়, অতিপ্রাকৃতিক শক্তির প্রভাবের গুজব ছড়িয়েছে। আশেপাশের গ্রামে লোকমুখে প্রচলিত রয়েছে, উম্মে দুয়াইস নামের অপশক্তির জ্বিনের কারণে গ্রামবাসী গ্রাম ত্যাগ করেন।
২০১৮ সালে শারজাহ আর্ট ফাউন্ডেশন (এসএএফ) গ্রামটির ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করে। এসএএফ সিএনএনের সঙ্গে স্থানীয় এলাকাগুলোর অনেকের সাক্ষাৎকার নেয়। একজন সাক্ষাৎকারদাতা জানান, তিনি আল মাদামে বিয়ে করেছিলেন। এসব তথ্য থেকে ধারণা করা হয়, ১৯৭০-এর দশকের মধ্যভাগে গ্রামটিতে বসতি গড়ে ওঠে। আরও জানা যায়, অনেক গ্রামবাসীই প্রচণ্ড বালু ঝড়ের কারণে গ্রাম ছেড়ে চলে যান।
কলম্বিয়া ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যার অধ্যাপক ইয়াসের এলসহেস্থওয়ে এ বিষয়ে আরেকটি ব্যাখ্যা দেন। ১৯৬০ সালের পর তেলের খনি আবিষ্কারের পর ও আধুনিকীকরণের অংশ হিসেবে যাযাবর জাতি বেদুইনদের জন্য সরকার আধুনিক গৃহব্যবস্থার পরিকল্পনা করে। বেদুইনদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর বদলে বসবাসের উপযুক্ত পরিবেশ ও সুবিধার অঞ্চল গড়ে তোলা হয়। এই শা'বি হাউজিংয়েরই উদাহরণ আল মাদাম।
এই পরিকল্পনার অনেক বসতিই এত দ্রুত বানানো হয়েছিল, সব অবকাঠামো উপযুক্তভাবে বানানো হয়নি। শারজাহ আর্ট ফাউন্ডেশনের নেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, আল মাদামে বিদ্যুতের সংকট ছিল। এসব কারণেও বেদুইনরা এই বসতি ত্যাগ করতে পারেন।
ইয়াসের আরও বলেন, 'আমাদের অনুসন্ধান থেকে জানা যায়, অনেক পরিবার নতুন বসতিতে আসার পর দীর্ঘদিন বিদ্যুৎ ও পানির অভাবে দিন কাটান। এ ধরনের ঘটনায় অবকাঠামোগত ত্রুটি দেখা যায়, ফলে অনেকেই থাকতে এসে এই বসতি ছেড়ে চলে যান শেষ পর্যন্ত।'
শেষ পর্যন্ত হয়তো এই রহস্যময় গ্রামের প্রকৃত সত্য সম্পূর্ণভাবে উদঘাটন সম্ভব হবে না। তবে অনেক অভিযাত্রী নিজেরাই এ বিষয়ে অনুসন্ধান করার ব্যাপারে উৎসাহী হয়ে উঠছেন।
- সূত্র: সিএনএন
