ডাবল মাস্ক কতটা জরুরি?

মাস্ক ব্যবহারের উপকারিতা কতটুকু, তা কম-বেশি সবারই জানা। অস্বস্তির জন্ম নিলেও এখন তা বাধ্যতামূলক। তবে অস্বস্তির মাঝেও অনেকেই ডাবল মাস্ক ব্যবহার করছেন।তাদের ধারণা, ভাইরাস থেকে নিরাপত্তা নিশ্চিতে এটি আরও দ্বিগুণ শক্তিশালী।
ডাবল মাস্ক ব্যবহারের উপকারিতা নিয়ে সেরকম কোনো তথ্য না থাকলেও বিশেষজ্ঞদের মতে, নন-মেডিকেল মাস্ক ব্যবহার করলে দুটি ব্যবহার করাই ভালো।
যুক্তরাষ্ট্রের রুটজার ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সহযোগী অধ্যাপক অ্যালাইন এম .হোমস বলেন, যাদের ঝুঁকি বেশি, যেমন- নার্স কিংবা হাসপাতালকর্মী, তাদের জন্য ডাবল মাস্ক অতিরিক্ত সুরক্ষার একটি উপায় হতে পারে। তাছাড়া যারা কোভিডে আক্রান্ত, তাদের জন্যও এটি একটি ভালো কৌশল।
তবে অনেক বিশেষজ্ঞই মনে করেন, ডাবল মাস্কের আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। ভান্ডারবিট ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম চাফনার বলেন, 'অনেকেই অধিক সুরক্ষিত থাকার জন্য ডাবল মাস্ক ব্যবহার করেন, কিন্তু এর গুরুত্ব আসলে কতটুকু তা এখনো পরীক্ষিত নয়।'
নর্থইস্ট ওহিও মেডিকেল ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ রিচার্ড ওয়াটকিন্স বলেন, 'যখন আমি কোভিড রোগীদের কক্ষে যাই, তখন এন-৯৫-এর দুটি মাস্ক পরে ভেতরে ঢুকি। আবার বের হয়ে আসার পর একটি খুলে রাখি।'
'ডাবল মাস্ক পরলে কোনোই অসুবিধা নেই, যতক্ষণ না এটি শ্বাসরোধের কারণ হয়ে দাঁড়াচ্ছে,' বলেন জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যামেশ এ. এডলজা।
ড. চাফনার বলেন, 'এখনো ডাবল মাস্কের বিকল্প নেই। তাই চাইলে একসঙ্গে দুটি মাস্ক পরতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে, প্রথম মাস্কটি যেন খুব ভালোভাবে নাক-মুখ ঢেকে রাখে।'
অন্যদিকে, ড. এডলজা বলেন, 'একইসঙ্গে মাথায় রাখতে হবে, দুটি মাস্ক পরা মানেই আপনাকে আর সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না, হাত স্যানিটাইজ করতে হবে না- তা নয়। ডাবল মাস্ক পরিহিত অবস্থাতেও আপনি ঝুকিপূর্ণ। তবে ডাবল মাস্ক অতিরিক্ত সুরক্ষা দিলেও এটি ব্যবহারের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।'
- সূত্র: প্রিভেনশন ডটকম