ছবির গল্প: প্রতিচ্ছবিতে রঙিন প্রাণীকূল

প্রতিচ্ছবিতে সব প্রাণীর অন্য রকম অবয়ব ভেসে ওঠে। সাধারণ আলো ও পানিতে যেকোনো প্রাণীর অবয়ব প্রাকৃতিকভাবে বর্ণিল হয়ে ভেসে উঠে আমাদের মনে চেতন বা অবচেতনে এক দারুণ আনন্দের জন্ম দেয়।
প্রাণী ও পাখির এমন রঙিন ছবি ক্যামেরাবন্দি করেছেন হিমেল নবী। রাজশাহীর এই তরুণ আলোকচিত্রীর ছবি সম্প্রতি 'প্রতিচ্ছবি' ক্যাটাগরিতে স্পেনের এক প্রতিযোগিতায় সেরাদের সেরা হয়।
হিমেল রাজশাহী মহানগরীর বসপাড়ার এলাকার মো. আসাদুল্লাহ নাসিরের ছেলে। তিনি বর্তমানে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। ২০১৫ সাল থেকে ছবি তোলা শুরু তার। পাখি, প্রকৃতি ও ওয়াইল্ড লাইফের ছবি তুলতে ভালোবাসেন।
হিমেল নবীর ক্যামেরায় বিভিন্ন পাখির কিছু প্রতিচ্ছবির ছবি দেখা যাক:







