ছবির গল্প: পৃথিবীর সবচেয়ে শীতল শহরের শীতকাল
১৮৯১ সালে ইয়াকুতস্ক শহরে সবচেয়ে কম তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়। সেবার তাপমাত্রা নেমেছিল মাইনাস ৬৪.৬ ডিগ্রি সেলসিয়াসে।

শহরের পাশ দিয়ে বয়ে গেছে ইয়ানা নদী। এই গ্রহে অ্যান্টার্কটিকার বাইরে সবচেয়ে কম তাপমাত্রা এ শহরেই লিপিবদ্ধ হয়েছে
রাশিয়ান শহর ইয়াকুতস্ক পৃথিবীর সবচেয়ে শীতল শহরগুলোর মধ্যে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকলেও শীতকালে এ শহরের চেয়ে বেশি ঠাণ্ডা আর কোথাও পড়ে না! শহরটির গড় তাপমাত্রা মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতকালে ওই শহর কতটা হিমশীতল থাকে, সে অনুমান আমাদের মতো দেশ থেকে কল্পনা করাও বোধ করি কঠিন!
কেমন কাটে ওই শহরে শীতকাল? চলুন, আলোকচিত্রী ইভজেনি সফ্রোনিয়েভের তোলা ছবির সূত্র একটু অনুমান করি!

দুনিয়ার প্রধান শহরগুলোর মধ্যে শীতকালে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ে ইয়াকুতস্কে। এ শহরে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে মাইনাস ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস

শহরের লেনিন স্কয়ারে হিমশীতল তাপমাত্রায় সেলফি তুলছেন দুই সাহসী নারী

কেন্দ্রীয় বাজারে মাছ বিক্রি করছেন এক নারী

বাজারে বিক্রি হচ্ছে সুস্বাদু লিঙ্গনবেরি

পবডি স্কয়ারে জগিং শেষে চোখের পাঁপড়ি থেকে তুষার সরাচ্ছেন এক লোক

এই শহরে চরম শীতই থাকে বছরের বেশিরভাগ সময়। শীতকাল এখানে সুদীর্ঘ। অন্যদিকে, গ্রীষ্মকাল খুবই ছোট। সে সময়ে কখনো কখনো তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়

মৌসুম ভেদে তাপমাত্রার হেরফের এ শহরের মতো পৃথিবীতে আর কোথাও হয় না

বাজারে বিক্রির জন্য রাখা হিমশীতল মাংসের ওপর বসে আছে চড়ুই পাখি

১৮৯১ সালে ইয়াকুতস্ক শহরে সবচেয়ে কম তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়। সেবার তাপমাত্রা নেমেছিল মাইনাস ৬৪.৬ ডিগ্রি সেলসিয়াসে

উজ্জ্বল ক্রিসমাস ট্রি ও ২০২১ সালের চিহ্নের সামনে ছবি তুলছেন লোকজন

একটি বিনোদন কেন্দ্রে অলস পড়ে রয়েছে একটি নাগরদোলা

আর্কটিক সার্কেলের ৪৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান এ শহরের

শহরে রয়েছে বেশ কিছু থিয়েটার ও জাদুঘর

এখানকার মাটির তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। তাই বেশিরভাগ বাড়ি-ঘরই কংক্রিকেটের পাইলে গড়ে তোলা হয়

বরফঢাকা রাস্তায় চলছে গাড়ি
- সূত্র: দ্য গার্ডিয়ান