রাসেল ডমিঙ্গোতেই ভরসা রাখলো বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
শনিবার দুপুরে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে নতুন এ কোচের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দুই বছরের জন্য তার সাথে চুক্তি করেছে বিসিবি। ২১ আগস্ট দলের দায়িত্ব নিতে বাংলাদেশে আসবেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
আট ম্যাচে তিন জয় দিয়ে হতাশার বিশ্বকাপ শেষ করা বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হবেন নতুন কোচ ডমিঙ্গো।
বাংলাদেশের ক্রিকেট দলকে তৃণমূল পর্যায় থেকেই শক্তিশালী করতে ডোমিঙ্গোর ভাবনা ও তার দেয়া প্রেজেন্টেশন বিসিবিকে মুগ্ধ করেছে বলে জানান বিসিবি সভাপতি।
তিনি বলেন, “আমরা কোচ হিসবে তার প্যাশন এবং দর্শন দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে কি করতে হবে সে বিষয়ে তার স্পষ্ট ধারণা আছে।”
