অনুশীলনে কাঁধে বলের আঘাতে তরুণ অস্ট্রেলীয় ক্রিকেটারের মৃত্যু
 
অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে অস্ট্রেলিয়ায় বেন অস্টিন নামের ১৭ বছর বয়সী এক ক্রিকেটার মারা গেছেন। মঙ্গলবার মেলবোর্নের ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় তার কাঁধে বল আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হাতে ব্যবহৃত সাইডআর্ম থ্রোয়ারের (ওয়ানগার) মাধ্যমে তখন তাকে বোলিং করা হচ্ছিল। সে সময় অস্টিন হেলমেট পরে থাকলেও কোনো নেক গার্ড ছিল না।
থ্রোয়ার থেকে ছোড়া বলে কাঁধে আঘাত পাওয়ার পর তাকে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বৃহস্পতিবার মারা যান তিনি।
বেনের বাবা জেস অস্টিন এক বিবৃতিতে জানান, এই দুর্ঘটনায় তাদের পরিবার 'সম্পূর্ণ বিধ্বস্ত'। তিনি বলেন, 'কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে আমাদের ছেড়ে যাওয়ার আগে বেন ঠিক সেই কাজটাই করছিল, যা সে বহু বছর ধরে করে আসছিল, প্রতি গ্রীষ্মে তার বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট খেলা। স্থানীয় ক্রিকেটে বেন যেমন মেধাবী ছিল, তেমনি সবার প্রিয়।'
'দুর্ঘটনার সময় নেটে যে সতীর্থ বোলিং করছিল, আমরা তার প্রতিও সমর্থন জানাতে চাই। এ দুর্ঘটনা দুই তরুণের জীবনকেই গভীরভাবে নাড়া দিয়েছে, আমাদের চিন্তায় সে এবং তার পরিবারও আছে,' বলেন তিনি। পাশাপাশি তিনি উদ্ধারকর্মী, চিকিৎসক এবং স্থানীয় ক্রিকেট সম্প্রদায়ের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নিক কামিন্স বলেন, 'প্রায় দশ বছর আগে ফিল হিউজের সঙ্গে যেমন দুর্ঘটনা ঘটেছিল, তেমনি বলটি বেনের ঘাড়ে আঘাত করে।'
উল্লেখ্য, ২০১৪ সালে শেফিল্ড শিল্ডে ব্যাটিং করার সময় বলের আঘাতে ঘাড়ে চোট পেয়ে মারা যান অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। তার মৃত্যুর পর খেলাধুলায় ব্যবহৃত সুরক্ষা সরঞ্জামে ব্যাপক উন্নতি আনা হয়।
কামিন্স বলেন, 'ভিক্টোরিয়া ও সারাদেশের ক্রিকেট সম্প্রদায় বেনের মৃত্যুতে শোকাহত। এটি আমাদের মনে দীর্ঘদিন থাকবে। বেন একজন প্রতিভাবান খেলোয়াড়, জনপ্রিয় সতীর্থ ও অধিনায়ক ছিলেন। মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনূর্ধ্ব-১৮ দলে তিনি বেশ পরিচিত ছিলেন।'
তিনি যোগ করেন, 'বেন যে কাজটি সবচেয়ে বেশি ভালোবাসত, তা করতে গিয়ে এমন একটি তরুণ জীবনের অবসান হওয়া সত্যিই হৃদয়বিদারক।'

 
             
 
 
 
 
