রোনালদোকে ছুঁয়ে অনন্য রেকর্ডের অপেক্ষায় বেনজেমা

রিয়াল মাদ্রিদের আরেক নাম হয়ে উঠেছেন করিম বেনজমা। স্প্যানিশ জায়ান্টদের জয় মানেই সেখানে ফরাসি এই ফরোয়ার্ডের অবদান। ম্যাচ খেলতে নামলেই প্রতিপক্ষের জালের ঠিকানা করে নেন বেনেজমা। সম্প্রতি হারতে বসা অনেক ম্যাচেই রিয়ালের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও ঘুরে দাঁড়ানোর দারুণ গল্পে জয়সূচক গোলটি এসেছে বেনজেমার পা থেকে।
এই গোল দিয়ে চ্যম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেন বেনজেমা। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে আরও দুটি রেকর্ড গড়ার হাতছানি রিয়াল মাদ্রিদের তারকা এই স্ট্রাইকারের সামনে।
ম্যান সিটির বিপক্ষে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমের নক-আউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোকে ছুঁয়েছেন বেনজেমা। এবারের আসরে শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল পর্যন্ত ১০টি গোল করেছেন তিনি। ২০১৭-১৮ মৌসুমে রিয়ালের হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে সবচেয়ে বেশি ১০টি গোল করেন রোনালদো।
পিএসজির বিপক্ষে ৩টি গোল করেন বেনজেমা। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩টি ও ফিরতি লেগে একটি গোল করেন তিনি। ম্যান সিটির বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ২টি ও ফিরতি লেগে একটি গোল করেন বেনজেমা। ফাইনালে লিভারপুলের বিপক্ষে একটি গোল করলেই চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে নক-আউট পর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদোকে পেছনে ফেলবেন তিনি।
২০১৭-১৮ মৌসুমে বায়ার্নের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৫টি গোল করেন রোনালদো। আতলেটিকোর বিপক্ষে সেমিফাইনালে ৩টি গোল করেন পর্তুগিজ এই সুপার স্টার। ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে ২টি গোল করেন রোনালদো। আগামী ২৮ মে'র ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩টি গোল করলে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডও রোনালদোর থেকে ছিনিয়ে নেবেন বেনজেমা।
২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৭ গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন রোনারদো। এবারের আসরে এখন পর্যন্ত বেনজেমা করেছেন ১৫টি গোল। ফাইনালে জোড়া গোল করলেও রোনালদো ছুঁয়ে ফেলবেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে যেকোনো টুর্নামেন্টে আর একটি গোল করলেই রোনালদোর পর ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন বেনজেমা।
ম্যান সিটির বিপক্ষে জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে রবার্ট লেভানডোভস্কিকেও ধরে ফেলেছেন বেনজেমা। যৌথভাবে তিন নম্বরে থাকা এই দুজনের গোলই এখন ৮৬টি করে। ১৪০ গোল নিয়ে সবার ওপরে রোনালদো, ১২৫ গোল নিয়ে দুই নম্বরে লিওনেল মেসি।